Kabbomoy
একটি সুন্দর মন অজস্র ফুল বাগানের ফুলের চেয়েও সুন্দর।
Toggle navigation
Menu
Home
E-BOOK & PDF
আত্মকথা
কবিতা
কবিতাগুল্ম
গানের কথা
ছবিরাজ্য
ছোট গল্প সমূহ
জ্ঞান ও বিজ্ঞান
প্রবাদ বাণী
প্রেমময় গল্প
মহান মানবের জীবনী
রঙ্গময়
স্মৃতিচারণ
Monday, March 21, 2016
5:31:00 AM
Kabbomoy
প্রেমময় গল্প
ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ড ও দুই প্লেট চটপটি !
কাব্যময়......
দ্বিতীয় খন্ড:
মেয়েটি
এতক্ষনে
চটপটির
অর্ডার
করেছে
।
দোকানী
মেয়েটির
দিকে
তাকিয়ে
বললো
আপু
ঝাল
দিমু
।
মেয়েটি
:
কি
ভেবেই
যেন
বললো
বেশী
।
বলার
ধরনে
বুঝা
গেল
সে
অপেক্ষার
মানুষটির
উপর
রাগ
থেকেই
ঝাল
বৃদ্ধি
করে
রাগ
প্রতিকার
করার
চেষ্টা
করছে
।
এতক্ষনে
চটপটির
প্লেট
মেয়েটির
হাতে
পৌঁছে
গেছে
।
এবার
আমার
পালা
।
ইতিমধ্যে
দুবার
আমাদের
চার
চোখ
এক
হয়েছে
।
শেষবার
দীর্ঘতম
।
আর
তখনি
তার
মুখের
অবস্থা
টমেটুময়
দেখতে
পাইলাম
বুঝলাম
ঝাল
তার
কার্যক্রম
যথারিতি
আরম্ভ
করেছে
এবং
শতভাগ
সফল
।
রিং
বাজলো
মেয়েটির
ফোনে
চুপচাপ
শুনলো
আর
নিরবে
কলটা
কেটে
দিলো
।
আমার
হাতে
প্লেট
নেই
তাই
মেয়েটির
কান্ডগুলোই
উপভোগ
করছিলাম
।
আমার
প্লেটও
এসে
গেল
।
দু
চামচ
খেয়েছি
।
নিন্ম
চিৎকারে
কে
যেন
বলছে
পানি
পানি
।
স্বাদ
উপভোগ
বাদ
দিয়ে
তাকিয়ে
দেখতে
পেলাম
মেয়েটি
পানি
পানি
করছে
।
দোকানির
জবাব
ছিলো
আপু
একটু
অপেক্ষা
করেন
ফিল্টার
আসতেছে
।
এই
দুরবস্থা
দেখে
খাওয়ার
ভাবনা
উধাও
আমার
।
ব্যাগে
হাতদিয়ে
মামের
বোতলটা
নিয়া
চেয়ারে
প্লেটটা
রেখে
উঠে
গিয়া
মেয়েটির
ঠিক
সামনে
দাড়িয়ে
আনমনেই
তার
প্লেটটি
একহাতে
টেনে
নিয়া
তার
হাতে
মামের
ঠান্ডা
বোতলটি
দিলাম
।
খাচ্ছে
আর
আমার
দিকে
পরম
যত্নে
মায়াভরা
নয়নে
আবেগ
নিয়ে
চেয়ে
চেয়ে
ফিটার
খাওয়া
শিশুর
মতন
তাকা
চ্ছে
।
আমি
যেন
নিজেকে
মেয়েটির
ভারপ্রাপ্ত
বয়ফ্রেন্ড
মনে
করলাম
।
আমার
সেকি
কেয়ার
।
নিজের
ভাত
নাই
পরের
ধনে
পোদ্দারী
।
আমি
দৌড়
দিলাম
খুব
জোড়ে
দোকানী
ও
মেয়েটি
তাকিয়ে
রইলো
।
আমার
অবাক
করা
কান্ড
দেখে
।
দুমিনিটের
মধ্যেই
আবার
ঠিক
মেয়েটির
সামনে
এসে
দাড়িয়ে
হাত বাড়িয়ে
সদ্য কেনা
পকেট
টিস্যুর
প্যাকেটটি
এগিয়ে
দিলাম
।
তাকিয়ে
আছে
মেয়েটি
আমার
দিকে
।
আর
হয়ত
আমার
জায়গায়
তার
মানুষটি
থাকলে
সে
আরো
কতনা
কমফ্রোর্ট
ফিল
করতো।
আবার
আমিও
ভাবছি
বয়ফ্রেন্ড
থাকলে
কি
সে
বেশী
ঝাল
খেতো
।
খেতনা
।
এটা
আমার
উপরি
পাওনা
।
ঝালের
ঝড়
থেমে
গেছে
মেয়েটিও
শান্ত
এখন
।
মেয়েটিকে
একটু
অপ্রস্তুত
মনে
হচ্ছে
।
তাই
নিজেই
বলে
ফেললাম
।
এখন
কি
অবস্থা
আপনার
।
ঝাল
কি
কমেছে
।
আরও
পানি
লাগবে
।
নরম
করেই
উত্তর
এলো
আপনাকে
অনেক
ধন্যবাদ
।
এর
ফাঁকে
কয়েকজন
চটপটি
ফুচকা
খেয়ে
চলে
গেছে
।
যেন
আমরাই
ফুলটাইম
কাস্টমার
।
মেয়েটি
দাড়িয়ে
গেলো
অতপঃর
আমার
পাশের
চেয়ারে
এসে
বসলো
।
এতক্ষন
চটপটির
গন্ধ
নাকে
লেগে
ছিলো
বলে
মিষ্ট
সুরভীত
গন্ধটা
পাইনি
।
আর
বুঝলাম
পারফিউমটা
মেয়েটির
নিজের
পছন্দে
এবং
নিজের
টাকায়
কেনা
।
আচ্ছা
দেখুননা
আমার
জন্য
আপনার
খাওয়াই
হলোনা
।
ও কিছুনা
ঠিক
আছে
।
মেয়েটির
জড়তা
মনে
হয়
কেটে
গেছে
।
দোকানিকে
ডেকে
বললো
দুই
প্লেট
চটপটি
দিন
।
আমি
কিছুই
বললামনা
।
হয়ত
চটপটির
নেশায়
হয়তবা
পারফিউমের
জন্য
অথবা
এই সময়
কিছু
বলা
ঠিকনা
।
দোকানি
একটু
হাসি
মুখেই
বললো
আপু
ঝাল
কেমন দিমু
।
কথা শুনেই
আমি
এবং
মেয়েটি
উচ্চ
হাসিতে
হাসতে
লাগলাম
।
হাসতে
হাসতেই
মেয়েটি
বললো
কম
আমি
ঝাল
খাইনা
।
আমি
বললাম
এটা
আমি
জানতাম
।
মেয়েটি
কি
করে
জানলেন
।
আপনাকে
দেখেই
মনে
হলো
।
ও
তাই
বুজি
।
হুম
।
তো
আরকি
মনে
হলো
।
আর
মনে
হলো
আপনি
কারো
অপেক্ষায়
ছিলেন
এবং
তার
উপর
রাগ
করেই
ঝাল
বেশী
খেলেন
।
মেয়েটি
-
অবাক
হয়ে
তাকিয়ে
থাকলো
আমার
দিকে
কিছুই
বললোনা
।
তার
মায়াবী
চাহনির
দিকে
তাকিয়ে
হারিয়ে
যাচ্ছিলাম
।
একবার
ভাবছি
চোখ
ফিরিয়ে
নেই
পরক্ষনে
পারছিনা
।
কেনো
এত
ভালোলাগা
আসে
কোথ্কে
আসে
বুঝিনাতো
।
বুঝতেও
চাইলামনা
শুধু
চেয়ে
রইলাম
।
এত
কাছে
এতসুন্দর
হাসি
দেখতে
পাওয়া
কি
কম
ভাগ্যের
।
দোকানি
দুইহাতে
দুই
প্লেট
নিয়ে
সামনে
এসে
মামা
থেকে
এখন
ভাইয়া
বলে
ডাকলো
।
সব
দৃশ্যপট কেমন
জানি
পাল্টে
যাচ্ছে
।
খেতে
আরম্ভ
করলাম
।
স্বাদ
পাচ্ছিনা
।
মেয়েটি
খেতে
খেতে
জিগ্সাসা
করলো
আপনার
নামটা
বলবেন
কি
।
কি
করেন
কোথায়
থাকেন
।
ইম্তু
আমার
ডাকনাম
।
মোঃপুরে
থাকি
।
পড়াশুনা
শেষ
করে
একটা
জব
করছি
।
আমি
জানতে
চাইনি
তবু
নিজ
থেকেই
বললো
।
ইম্মি
আমার
ডাকনাম
।
ধানমন্ডি
পনেরতে
থাকি
।
বিবিএ
পড়ছি
।
দুই
ভাই
একবোন
আমি
বড়
।
খাওয়া
শেষ
করে
প্লেটটা
দিতে
গিয়ে
প্লেটের
নিচে
থাকা
কাগজটা
ভিজে
হাতেই
আটকে
আছে
।
ফেলার
সময়
চোখ
পরলো
বনলতাসেন
কবিতার
পাতা
এটা
।
আনমনে
আবৃততি
করলাম
দুইলাইন
''
চুল
তার
কবেকার
অন্ধকার
বিদিশার
দিশা''
।
বাহ্
ধারুনতো
আবৃত্তি
করেন
আপনি
।
এইযে
দেখুননা
কবিতা
লেখকদের
অবস্থা
।
যারা
মনের
খোরাক
প্রাণের
খোরাকের
জন্য
লিখে
তাদের
জায়গা
কোথায়
।
হুম
এটা
ভালই
বলেছেন
।
তবে
মনে
হচ্ছে
আপনিওলিখালিখি
করেন
।
তাইনা
।
বলতে
পারেন
একপ্রকার
মনের
আনন্দের
জন্যই
মাঝে
মধ্যে
লিখি
।
তৃতীয় খন্ড আসছে.......
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
← Newer Post
Older Post →
Home
View mobile version
Welcome
ভালোবাসা শ্বাশত,যাহা চিরদিন স্বর্গ হতে আগত।
ভালোবাসুন জীবনকে,মানুষকে,প্রকৃতিকে,সৃষ্টির মহাত্ম্যকে।
.....................কাব্যময়।
Home
About
Contact
Categories
E-BOOK & PDF
(2)
আত্মকথা
(5)
কবিতা
(42)
কবিতাগুল্ম
(20)
গানের কথা
(2)
ছবিরাজ্য
(2)
ছোট গল্প সমূহ
(2)
জ্ঞান ও বিজ্ঞান
(2)
প্রবাদ বাণী
(5)
প্রেমময় গল্প
(4)
মহান মানবের জীবনী
(4)
রঙ্গময়
(2)
স্মৃতিচারণ
(2)
Kabbomoy. Powered by
Blogger
.
Labels
E-BOOK & PDF
আত্মকথা
কবিতা
কবিতাগুল্ম
গানের কথা
ছবিরাজ্য
ছোট গল্প সমূহ
জ্ঞান ও বিজ্ঞান
প্রবাদ বাণী
প্রেমময় গল্প
মহান মানবের জীবনী
রঙ্গময়
স্মৃতিচারণ
Featured Post
তোমায় ছুলেঁ রান্তাকূলে
Popular Posts
মহাত্মা লালন ও তার জীবনী - PDF
মহাত্মা লালন ও তার জীবনী জানতে .......... CLICK HERE Download
মহাত্মা লালন ও তার জীবনী
সংগহ করেছেন-কাব্যময়.. মহাত্মা লালন ও তার জীবনী লালন (১৭৭৪ - ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি ; যিনি...
মানুষ ও ডিসকভারি চ্যানেল এর জীবজন্তু !
কাব্যময়....... আজকাল আমি তেমন আর `` ডিসকভারি `` ও ন্যাশনাল জিওগ্রাফি `` চ্যানেল দেখিনা। এক সময় জীবজন্তুর , যেমন - বাঘ , ...
আলবার্ট আইনস্টাইন এর জীবনী !
আলবার্ট আইনস্টাইন ( জার্মান : Albert Einstein আল্ বেয়াট্ আয়ন্ শ্ টায়ন্ ) ( মার্চ ১৪ , ১৮৭৯ - এপ্রিল ১৮ , ১৯৫৫ ...
লালন সাঁই এর ৫১ টি গান !
কাব্যময়...... বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালী যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধার...
শিশির কণা !কাব্যময় ।বাংলা কবিতা
....কাব্যময় শিশির কণা শিশির কণা দূর্বা ঘাসে কি পাস , রাতের শেষ এলেই হামাগুড়ি গায়ে তার লুটাস ।
!!!!অতঃপর বৈশাখ!!!!
কাব্যময়....... !!!! অতঃপর বৈশাখ !!!! .................................... ১ম : হায় আল্লাহ্ একি হইলো গো ( বুক = ...
ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ড ও দুই প্লেট চটপটি !
কাব্যময়...... দ্বিতীয় খন্ড: মেয়েটি এতক্ষনে চটপটির অর্ডার করেছে । দোকানী মেয়েটির দিকে তাকিয়ে বললো আপু ঝাল দিমু ।...
হৃদয়ের জল প্রপাত হতে !কাব্যময় ।বাংলা কবিতা
....কাব্যময় আমার হৃদয়ের জল প্রপাত হতে নিস্বড়িত আবেগের ধারাগুলো দিন হতে রাত তোমায় ভিজাতে চায় , শুকনো পাতার উপর এক...
ভালোবাসা মুক্ত হোক বাধাঁর শৃঙ্খল হতে !!
............কাব্যময় অস্ফুঁটো অভিমান জ্বলছে জলের ভিতর কান্না হাসি দুহাত মেখে খুঁজছে ভাঙ্গা আদর । ঘুম বালিশে চুপ নালিশে ...
Blog Archive
►
2023
(1)
►
April
(1)
►
2021
(1)
►
August
(1)
►
2017
(5)
►
August
(3)
►
January
(2)
▼
2016
(63)
►
December
(2)
►
September
(1)
►
August
(1)
►
July
(2)
►
June
(7)
►
May
(6)
►
April
(7)
▼
March
(37)
লালন সাঁই এর ৫১ টি গান !
হাসি আমি ফেরত চাই যুদ্ধ থামাও এবার !
সবচেয়ে স্বাধীন আর মুক্ত !
তোর মন আবেগহীন অবিশ্বাসের কারখানা !!
একটা সদ্যজাত শিশু !
মহাত্মা লালন ও তার জীবনী-Read
মহাত্মা লালন ও তার জীবনী - PDF
মহাত্মা লালন ও তার জীবনী
!!!!অতঃপর বৈশাখ!!!!
এই জন্যই তুমি এত ভালো !
চন্দ্রমল্লিকা !
ভালবাসা মানে !
এই জন্যই তুমি এত ভালো !
"সেই ফুটঁফুটেঁ শিশুটি"
পুড়িয়ে দাও ঐ নয়নের কাজল !
ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ড ও দুই প্লেট চটপটি !
উমন্ত উদাসী অনুরাগের বাতায়ন !!
হাত রাখ বুকে শুনবি শূন্যতা !
এমনও রাত এত সুখ নিখাদ !
রঙ্গ ভরা তামশা তোমার অঙ্গ ভরা ঢং
আমরা আছি ১৬কোটি
রাখবো তোমার চিন্হটুকু !
বন্ধু মানে বল !!
তোমায় ছুলেঁ রান্তাকূলে
এই প্রথম তুই এলি..!
চুমু নিষেধাজ্ঞা !!
সময়ের সাথে হাত ধরে বদলায় সব কিছু
শূণ্যে উড়ে হাওয়ার গাড়ী
খোলা জানালা
এক প্রকার উদ্ভট !!!
এখানে এসোনা সন্তাপের নিগূড়ঁ অনলে জ্বলতে
ঘুমহীন করে দাও বসন্ত রাতে
বেণীর ফাকেঁ লাল জবা
ছবিরাজ্য
আমার ক্ষ্যাপাটে প্রেম (আনলিমিটেড)
বুকেও হয় আগুন উৎপত্তি
এবং আমি আমাকে দির্ঘায়িত করি
►
2015
(5)
►
July
(1)
►
April
(1)
►
March
(3)
►
2014
(2)
►
December
(1)
►
November
(1)