Friday, March 18, 2016


.......✍ কাব্যময় 
আমারওতো ইচ্ছে করে মাখতে আলো দুপুর রোদে
প্রজাপতির ডানায় চড়ে কানামাছি খেলতে,
তোমার উদাস ভাবনা জুড়ে বিকেল রাতে
কাদাঁর মতন চাইযে মেখে থাকতে।
তোমার চুলের বেণীর ফাকেঁ লাল জবা
হতাম যদি,
স্তব্দ জিবন আমার পাইতো তবে
চলার গতি। 

রংধনুটা ঠোঁটের ভাজে আকঁছে
তোমার সুখের ছবি,
সেইনা সুখেরই কথা গেধেঁ
হয়ে যেতাম আমি কবি।

মায়ার কাজল নয়ন হেরি
দ্বিগ হারায়ে যেতাম যদি,
ফুল গোলাবী গন্ধ শুষে
খুজঁতাম তোমায় নিরবধী।

তোমার খুঁজে আমি যদি
হারিয়ে ফেলি জিবন খোঁজ,
তবু আমি পথ চলিতাম
তোমার জন্য প্রতিরোজ।



Popular Posts

Blog Archive