Saturday, March 19, 2016

 কাব্যময়

ও আমার বাংলা মা তোর

আচঁল তলে কিযে মায়া

রোদের ঝিলিক পরলে গায়ে

মাখিয়ে দিস বৃক্ষ ছায়া।

 

মা তোর শস্য শ্যামল

সবুজ মাঠে ফসলেরি ধুম,

আগলে রাখিস যত্নে মাগো

আমি যেন ডিমের কুসুম।

যত আঘাত আসুক মাগো

তোর কোমল মাটির বক্ষে,

ছাড়বোনা মা ছাড়বোনা

শত্রুর হবেনা রক্ষে।

 

আমরা আছি ১৬কোটি

সন্তান মা তোর,

বাধার আধাঁর ডিঙ্গিয়ে

তোকে এনেদিবো রাঙ্গা ভোর।

 

আমরা আছি থাকবো

দিবা রাত্রী পাহাড়ায়,

কোন শত্রুর ঠাঁই দিবনা

আমার স্বাধীন বাংলায়।

বাংলা আমার বাংলা সবার

বাংলা মোদের অহংকার,

বাংলায় বাচিঁ বাংলায় মরি

বাংলায় ফিরি বারবার।।


Popular Posts

Blog Archive