Saturday, April 4, 2015

............কাব্যময়

অস্ফুঁটো অভিমান জ্বলছে জলের ভিতর
কান্না হাসি দুহাত মেখে খুঁজছে ভাঙ্গা আদর
ঘুম বালিশে চুপ নালিশে শ্রাবন দুচোখ ছোয়ঁ
তোমার জন্য বুকে পলাশে লালচে প্রেম নিংড়োঁয়
হাসির কণা বাধঁ ভেঙ্গেছে মুক্ত প্রাণের রোদে
দিঘল মায়ার কাঞ্চনীলে ছুঁটছি আহ্লাদে

আমায় নাও আমি আছি মুক্ত উদার ধারায়,

মন পবনের ভাসছে ডিঙ্গা শূণ্য ধরিয়ায়।
আমার আছে নিত্য শ্রাবন দমকা হাওয়ার আগুন,
কাপছেঁ অধর  ঝড়ছে ফুল উড়ছে ধূলোর ফাগুন

উড়ে এসে জুড়ে বসে কিছু কথা আনমনা,

তোমায় নিয়ে পালকি চড়ে মনের যত ভাবনা

আছে আমার আকাশ নীল জোছনা ধোঁয়া চাদঁ,

এসো ফিরে নিঃশ্বাঁস ভাজে দারুন প্রেম স্বাদ
ভাবনা তোমার নিচ্ছে কেড়ে ঘুম রাতের পাহাড়,
নিঁপুন রাগের আলতো ছোঁয়া করছে আমায় প্রহাড়

ভালোবাসা মুক্ত হোক বাধাঁর শৃঙ্খল হতে,

ভালোবাসা ঠাইঁ পাক আপন ঠিকানাতে


তোমার জন্য আসব আমি আমার মতন করে
নয়ন জোড়ায় দিও ঠাইঁ ভালোবাসায় নিংড়ে
তোমার আচঁল ফুলদানীতে সাজুক রঙের পরশা
থাকুক ঘিড়ে তোমায় শুধু আমার ভালোবাসা

Popular Posts