..........কাব্যময়
কেউ হয় বাধ্য-কারও থাকেনাসাধ্য,
আবার কেউ করে দুঃস্বপ্বের আরাধ্য।
মৃত্যু হতে বেচেঁ ফিরাই সাফল্য নয়।
মৃত্যুকে জয় করাই সাফল্য।
ভাবিনি কখনো এমন একটা বিষয় নিয়ে কিছু লিখতে হবে।
সারকথাঃ
জিবন এমন একটা নাম যেখানে যেকোন সময় যেকোন কিছু ঘটতে পারে।আজকাল শহরে গ্রামে প্রবাদের মত একটা কথা হাওয়ায় হাওয়ায় ভাসছে,
''চল মালেশিয়া যাই''
''চল মালেশিয়া যাই''।
বুদ্ধি্মানের জন্য ইশারাই যথেষ্ট।আসাকরি বুঝেছেন বিষয়টা। সকালে ঘুম থেকে উঠার আগেই শুনতে পারলাম গ্রামে থাকা আমার এক আত্মীয় ট্রলারে করে সস্তায় মালেশিয়া যাওয়ার উদ্দেশ্যে চট্রগ্রামের পথে ।অবাক না হতবাক হলাম।ফোন দিলাম তাকে বন্ধ পেলাম আবার দিলাম তাও বন্ধ।বুঝলাম ঘটনাটা শতভাগ সত্য।
ভাবলাম ফোন ধরলে আগে ওকে
ইচ্ছামত জাড়বো।ফোনে পেলাম ওকে,
তখনো আমি বিছানা থেকে উঠিনি।
কইরে তুই?
আছি! উত্তরে এটাই বললো।
সত্যিকরে বল কোথায়?