Friday, July 15, 2016

....কাব্যময়

আমার হৃদয়ের জল প্রপাত হতে
নিস্বড়িত আবেগের ধারাগুলো
দিন হতে রাত তোমায় ভিজাতে চায়,
শুকনো পাতার উপর এক ছোপ দাগ

আমি চাপড়ে মরি মাটির দেহ

পাতার আওয়াজ কি যেন য়ে যায়।।





অগনিত ঘাসে অগনিত শিশির দানা
ভিজে যায় তোমার নরম পা খানা
মরিতে চাহে তারা তোমার আগুনে,
মিছে কল্পনার ইতি হয়
ফাগুনের ফুলে
প্রতিক্ষন আর প্রতিদিনে।।

রেখেছি বেধে মনের মধ্যে
একমুঠো তোমার আবীর
যা আমার খুব প্রয়োজনে,
সুখগুলোতে আজ জল নেই
খড়ায় খড়ায় শুষ্ক

শুধুই তুমি বিনে।।

Popular Posts