Friday, July 15, 2016
Tuesday, July 12, 2016
....কাব্যময়
মিষ্টি গান তুমি হৃদয়ের ছন্দকথায়,
শিউলি বকুল তুমি মনের বাগিচায়।
রাঙা আকাশ তুমি জিবন ঠিকানায়,
মন ময়ূঁরী তুমি আমার আঙ্গিনায়।
কান্নার পর সুখ পঞ্চম তুমি,
দিন শেষে তুমি গোলাবী মৌমি।
তুমি বুনো জোছনার আবিরে ঢাকা চন্দ্রমল্লিকা,
তুমি ভালোলাগার মুক্ত বলাকা।
দেখি কাশঁফুলের কোমলতায় তোমার চঞ্চলতা
আকিঁ মরম কালিতে কাপাঁ ব্যাকুলতা।
তুমি যানজট থমকে থাকা নিঃশ্বাসে
স্বপ্নমিছিল তুমি বুকের রাজপথে,
প্রথম ও শেষ স্লোগান তুমি
আমার ভালোবাসা ভরা বিশ্বাসে।
Subscribe to:
Posts (Atom)