Pages - Menu

Friday, July 15, 2016

হৃদয়ের জল প্রপাত হতে !কাব্যময় ।বাংলা কবিতা

....কাব্যময়

আমার হৃদয়ের জল প্রপাত হতে
নিস্বড়িত আবেগের ধারাগুলো
দিন হতে রাত তোমায় ভিজাতে চায়,
শুকনো পাতার উপর এক ছোপ দাগ

আমি চাপড়ে মরি মাটির দেহ

পাতার আওয়াজ কি যেন য়ে যায়।।




Tuesday, July 12, 2016

সুখ পঞ্চম তুমি !!কাব্যময় ।বাংলা কবিতা


....কাব্যময়

মিষ্টি গান তুমি হৃদয়ের ছন্দকথায়,
শিউলি বকুল তুমি মনের বাগিচায়
রাঙা আকাশ তুমি জিবন ঠিকানায়,
মন ময়ূঁরী তুমি আমার আঙ্গিনায়



কান্নার পর সুখ পঞ্চম তুমি,
দিন শেষে তুমি গোলাবী মৌমি

তুমি বুনো জোছনার আবিরে ঢাকা চন্দ্রমল্লিকা,
তুমি ভালোলাগার মুক্ত বলাকা

দেখি কাশঁফুলের কোমলতায় তোমার চঞ্চলতা
আকিঁ মরম কালিতে কাপাঁ ব্যাকুলতা

তুমি যানজট থমকে থাকা নিঃশ্বাসে
স্বপ্নমিছিল তুমি বুকের রাজপথে,
প্রথম শেষ স্লোগান তুমি
আমার ভালোবাসা ভরা বিশ্বাসে