Pages - Menu

Friday, December 26, 2014

''চল মালেশিয়া যাই'' ''চল মালেশিয়া যাই''।

..........কাব্যময়

কেউ হয় বাধ্য-কারও থাকেনাসাধ্য,
আবার কেউ করে দুঃস্বপ্বের আরাধ্য
মৃত্যু হতে বেচেঁ ফিরাই সাফল্য নয়
মৃত্যুকে জয় করাই সাফল্য

ভাবিনি কখনো এমন একটা বিষয় নিয়ে কিছু লিখতে হবে
সারকথাঃ
জিবন এমন একটা নাম যেখানে যেকোন সময় যেকোন কিছু ঘটতে পারেআজকাল শহরে গ্রামে প্রবাদের মত একটা কথা হাওয়ায় হাওয়ায় ভাসছে,
''চল মালেশিয়া যাই''
 ''চল মালেশিয়া যাই''
বুদ্ধি্মানের জন্য ইশারাই যথেষ্টআসাকরি বুঝেছেন বিষয়টা সকালে ঘুম থেকে উঠার আগেই শুনতে পারলাম গ্রামে থাকা আমার এক আত্মীয় ট্রলারে করে সস্তায় মালেশিয়া যাওয়ার উদ্দেশ্যে চট্রগ্রামের পথে অবাক না হতবাক হলামফোন দিলাম তাকে বন্ধ পেলাম আবার দিলাম তাও বন্ধবুঝলাম ঘটনাটা শতভাগ সত্য

ভাবলাম ফোন ধরলে আগে ওকে
ইচ্ছামত জাড়বোফোনে পেলাম ওকে,
তখনো আমি বিছানা থেকে উঠিনি
কইরে তুই?
আছিউত্তরে এটাই বললো
সত্যিকরে বল কোথায়?

তারপর ওর কথায় থলের বিড়াল বের হয়ে আসলোঅনেকক্ষন বুঝালাম,প্রতিউত্তরে ফিরে আসার আবছা আবছা বাণী শুনালোহঠাৎইকলড্রপকেউ কথা রাখেনাকলড্রপের

মিনিট কোম্পানি ফিরত দেয়নি ওর কথা চেনা প্রায় সকল আত্মীয়কে জানিয়ে দিছিখোকা ফিরবে কবে ফিরবে কেউ জানেনা

আপাতত এটাই ঘটনা -১২২৬২০১৪ 

মূল্যায়নঃ 

এটা বিদেশ যাওয়া নয়এক কথায় ‘’অপহরণ’’করে হত্যা করাসেই ফাঁদে আমাদের চেনাজানা অচেনা বহুলোক এই ফাঁদে পা দেয়যাতে শতকরা ১০ থেকে ১২ ভাগ তারও কম সাফল্য ধরা দেয়বাকি অংশের যারা আসলে  ভাগ্যবান তারা আইনের হাতে জিবনসহ ধরা পড়ে 

বাকি অংশের হতভাগা গুলো থেকে ২৫ দিনের মধ্যে না খেয়ে সমুদ্রের -পানযোগ্য পানিতে সাময়িক বেচেঁ থাকার খোরাক ট্রলারে করে মরণের পথে দ্রুত ছুটে যায়নিদ্রাহীন,ক্ষুদা নিয়ে,অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েকি যে কষ্ট যাতনা,রক্তক্ষরণ,নিদারুণ প্রহার চলে দালালদের হাতে হতভাগাদের উপরতা জাহান্নামের কষ্টকে হারিয়ে দেয়টাকার জন্যই এই ফাঁদপরিবারের কাছে বিনিময় হিসেবে টাকা চাওয়া হয়না পেলে মেরে পানিত ফেলে দেয়পরিবারের আরেকটা কষ্ট,প্রিয়জনের শবদেহটা ভাগ্যেও মিলেনা

আর দিকেমা, বাবা ,বউ, ছেলে ,মেয়েরা শোকে কাতর হয়ে আশাহীন দুঃস্বপ্বের মাঝে দিনযাপন করেআর -আমি লিখতেও পারছিনাহায়রে মানুষ-হায়রে মালেশিয়া

কি করণীয়ঃ 

প্রয়োজন মানুষের মাঝে তাগিদ সৃষ্টি করেতাগিদের কারণে ভূল পথে যারা পারি দেয় তারা ভোগ করে দুঃখ কষ্ট 

অবৈধ পথে বিদেশ যাবেননা 

কারও কথার ফাঁদে জড়াবেন না

কাজের জন্য বিদেশ সবসময় নয় দেশে যা পারেন করুন তাতে মূল্যবান জিবনটাতো রক্ষা পাবে 

কিছু করার আগে জানুন ,কাউকে জানান,তারপর বিবেককে প্রশ্ন করুন সঠিক কাজটি বেছে নিন নিজেকে ভালবাসুন,পরিবারের সবাইকে ভালবাসুন