Wednesday, March 30, 2016

 কাব্যময়.......

অবাক হয়ে নির্বাক চেয়ে হতবাক হয়ে যাই

সভ্য মানুষের আজ যেনো ছিটেফোটাঁও নাই।

ধর্ম কর্মে আর মানবিক অবক্ষয় চারপাশে

পাথর হওয়া আবেগ গুলোরে মারছে মগজ পিশে।

 

দুরছাই আজ আর প্রেম কাতুরে নাই

দেখি সব গতর ফিরান ভোগের কারখানাই।

কষ্ট লাগে নিজের উপর আমিও কি তাই

জগৎ জুড়ে আজযে শুধু কান্নার বাজার ভাই।

 

সহজ কথা রাস্তাঘাটে সহজ মানুষ নাই

ভালোবাসার চুমু ছুঁড়লে বুলেট ছুড়া খাই।

এমিটিশান মন গুলো সব পুড়লে উড়ে ফরমালিন

হাসির ফুল ঝড়ে ঝড়ে কান্নায় হইছে মলিন।

 

হাসি আমি ফেরত চাই যুদ্ধ থামাও এবার

আর যে ভাল্লাগেনা মানুষের কফিন কভার।

আল্লাহ তুমি দেখছোনা মানুষ কত নিঠুর হইছে

তোমার দয়া পায়না তারা ইবাদত ভূলে গেছে।

Popular Posts

Blog Archive