.......কাব্যময়
সময়ের
সাথে হাত ধরে ধরে
বদলায় সব কিছু।এই বদলানোর দলে,
বুঝে না বুঝে বদলায়
মানুষ,প্রকৃতি,সমাজ ইত্যাদি অনেক
কিছু।কেউ
শান্তির পথে কেউ অশান্তির
পথে।অতীতের
পথ বেয়ে প্রযুক্তি আজ
মাটি ছেড়ে মঙ্গল গ্রহ
ছুয়েঁছ।কেউ
একে ব্যবহার করে ভালো কাজে,কেউ মন্দ কাজে।
বদলটা
এখানেই হয়।ভাল
মন্দ বিবেচনা বোধ নেই,মানবতা
বিপন্নপ্রায়।মানুষের
মন আজ ধর্মীয় অনুভূতিহীন।নিজে
লাভবান হওয়া ছাড়া আর
কিছু বুঝেনা।মানবিক
অবক্ষয় এর কারণে সমাজে
শ্রদ্ধাবোধ কমে গেছে।হিংসা,খুন, রাহাজানি,নেশা,নানান অপরাধ
মূলক কাজে জড়িত হয়ে
পরছে কিছু মানুষ।যারা নিজ ও
দেশের ক্ষতি করছে।
কিছু কু-প্রভাবের আচড়ে
অধিকাংশ নারী-পুরুষ,ছোট-বড়,সবার মাঝে
এখন বেশ অনৈতিক আচরণ
দেখা যায়।যা
কোন সুস্হ স্বাভাবিক মানুষ
করতে পারেনা।
এভাবে
চলতে থাকলে শান্তি
সুখের মুখ আর দেখা
যাবেনা।তাই,,,ভালো কাজ ,ভালো শিক্ষা
,অহিংসা,লোভহীন থাকা, সত্য
কথা বলা,উপকারি মনোভাব
তৈরী করা,ধর্মীয় নিয়ম
মানা,ইত্যাদি ধাপে ধাপে হলে
অন্তত কিছুটা শান্তির আসা
করা যায়। ......সবার মঙ্গল কামনায়....