..........কাব্যময়
খোলা জানালার পাশে দাড়িয়ে,
দেখছি অপলক শ্রাবনের ঐ আকাশ,
ঝিলমিল তারার পাশে চাঁদের হাসি-আর
মহুয়ার বনে বইছে তিড়তিড় বাতাস।
ভাবনা পেখম মেলে
ছুঁইছে অস্পর্শী কল্পনা
এযেন তোমার দুহাতের
মমত্ব পাওয়ার বাহানা।
প্রকৃতির মাদকময় গন্ধে
অনুভব করি তোমার আনাগোনা,
আকুল পিয়াসী মন আমার
ডাকছে তুমি কি শুনতে পাওনা।
দেখছি অপলক শ্রাবনের ঐ আকাশ,
ঝিলমিল তারার পাশে চাঁদের হাসি-আর
মহুয়ার বনে বইছে তিড়তিড় বাতাস।
ছুঁইছে অস্পর্শী কল্পনা
এযেন তোমার দুহাতের
মমত্ব পাওয়ার বাহানা।
অনুভব করি তোমার আনাগোনা,
আকুল পিয়াসী মন আমার
ডাকছে তুমি কি শুনতে পাওনা।