Saturday, March 19, 2016

 ...........কাব্যময়

ঘুম থেকে উঠো এবার, ডেকে বললো স্ত্রী

তার স্বামীকে

স্বামী বললো উঠতে পারি যদি দাও

একটা চুমু একেঁ।

 

 

স্ত্রী বললো ইস্ সখ কতো

গতরাতেই একেছিঁ কত শত,

স্বামী বলে না না অজুহাত মানছিনা

স্ত্রী বলে থাক তাইলে ঘুমাও খুশি যতো।

 

দিন যাচ্ছে সকাল দুপুর সন্ধ্যা

ঘুম ভাংঙ্গে নাই - খবর নেই খাওয়ার,

স্বামী ও নাছোড় বান্ধা

আজ অন্তত পূরণ হোক ছোট্র চাওয়ার।

 

 

পর পুরুষ নই -নইতো বয়ফ্রেন্ড

দলিল করা স্বামী তবে কেন এ নিষেধ।

রাখিনিতো ঘাটতি কিছুর

তবে কেন চুমু নিষেধাজ্ঞা

ভালোবাসি ভাললাগে-ভাললাগে তোমার সর্বস্ব

চুমু একেঁ দাওনা পাল্টে ভালোবাসার সংজ্ঞা।

 

রাত এখন দশটা তিন

স্ত্রী একজনই তুমি - নাইতো একটাও সতীন,

তবু এ ইচ্ছাটার দিলানাগো দাম

বুঝলানা নাখেয়ে স্বামীর চেহারাটা হইছে মলিন।

 

 

বারোটা বাজলো স্ত্রীও আসলো

বসলো এসে পাশে,

স্বামীর পানে চেয়ে চেয়ে

মুচকি মুচকি হাসে।

 

পাশ ফিরে স্বামী লুকায় মুখ

ফিরেনাতো কিছুতে,

মায়া সুরে ডাকে স্ত্রী ওগো লক্ষীটি শুনছো

নড়চড়হীন স্বামী শুয়ে বিছানাতে।

 

চিৎকার দিয়ে স্ত্রী এবার বললো

ওগো তোমার কি হইছে,

বেচারা স্বামী সারাদিন না খেয়ে

ক্ষুদার জ্বালায় অজ্ঞান খাইছে।

 

স্ত্রী কাদেঁ এটা আমি কি করলাম

আমার কত স্বাদের স্বামী,

কান ধরছি আর হবেনা উঠোগো এবার

স্বামী উঠছেনা স্ত্রী যাচ্ছে চুমি।

 


Popular Posts

Blog Archive