Saturday, March 19, 2016

..........কাব্যময়...........

রঙ্গ ভরা তামশা তোমার অঙ্গ ভরা ঢং,
আকাঁবাকাঁ মনটা তোমার সাজে নানান সং।
কাঠপুঁতুলি মায়ার আদুলিঁ নূপুর ছাড়া পা,
আমার না'য়ের বা জানোনা আর কি করবা।


ইমটুকুঁটুস বিলাত ভাব-ঢাকঢোল দেখায় সাব
গভীর পচন মন ছাউনী মেকআপে হয়না লাভ।
চলছো ঠিকি নিজ জানোনা ভন্ডামী যেন পুষে,
আমার ছায়ার দুরে রহো বিষ তব নিঃশ্বাঁসে।

কি যে ভাব লওনা তুমি পুরাই হাহাহা চমৎকার,
জাননা রুপ খুজেঁনা,মন খুজেঁ এ দুনিয়ার সংসার।
এই দিনটা যাচ্ছে তোমার মোহ মায়া ছলে,
অন্যকাউকে দুষ দিওনা কালকে ব্যাথা পেলে।


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


পাপ্য তোমার যাহা পাইবে তুমি তাহা,
কাউকে দিয়া কষ্ট কভু কইরোনা বাহা বাহা।
অবহেলা কইরোনা  কারো আবেগী ইচ্ছাটারে
না পারলে বুঝিয়ে দিও মিঠা যতন করে।


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এই ভাব -ভাব নয় আরও ভাব আছে
এই ভাবেই বুইজা যাইয়ো ভাব হবে মিছে।

Popular Posts

Blog Archive