Pages - Menu

Monday, March 21, 2016

ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ড ও দুই প্লেট চটপটি !

কাব্যময়......💟💟

দ্বিতীয় খন্ড:😝
মেয়েটি এতক্ষনে চটপটির অর্ডার করেছে দোকানী মেয়েটির দিকে তাকিয়ে বললো আপু 

ঝাল দিমু

  

মেয়েটি : কি ভেবেই যেন বললো বেশী

বলার ধরনে বুঝা গেল সে অপেক্ষার মানুষটির উপর

রাগ থেকেই ঝাল বৃদ্ধি করে রাগ প্রতিকার করার চেষ্টা করছেএতক্ষনে চটপটির প্লেট মেয়েটির হাতে পৌঁছে গেছেএবার আমার পালা 
ইতিমধ্যে দুবার আমাদের চার চোখ এক হয়েছেশেষবার দীর্ঘতমআর তখনি তার মুখের অবস্থা টমেটুময় দেখতে 

পাইলাম বুঝলাম ঝাল তার কার্যক্রম যথারিতি আরম্ভ করেছে এবং শতভাগ সফল 
রিং বাজলো মেয়েটির ফোনে চুপচাপ শুনলো আর 

নিরবে কলটা কেটে দিলো আমার হাতে প্লেট নেই তাই মেয়েটির 

কান্ডগুলোই উপভোগ করছিলামআমার প্লেটও এসে গেলদু চামচ খেয়েছিনিন্ম চিৎকারে কে যেন বলছে পানি পানি
স্বাদ উপভোগ বাদ দিয়ে তাকিয়ে দেখতে পেলাম মেয়েটি পানি পানি করছে
😝দোকানির জবাব ছিলো আপু একটু অপেক্ষা করেন 

ফিল্টার আসতেছেএই দুরবস্থা দেখে খাওয়ার ভাবনা উধাও আমারব্যাগে হাতদিয়ে মামের বোতলটা নিয়া চেয়ারে প্লেটটা রেখে উঠে গিয়া মেয়েটির ঠিক সামনে দাড়িয়ে 

আনমনেই তার প্লেটটি একহাতে টেনে নিয়া তার হাতে মামেরঠান্ডা বোতলটি দিলামখাচ্ছে আর আমার দিকে পরম যত্নে মায়াভরা নয়নে আবেগ নিয়ে চেয়ে চেয়ে ফিটার খাওয়া শিশুর মতন 

তাকাচ্ছেআমি যেন নিজেকে মেয়েটির ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ড মনে 

করলামআমার সেকি কেয়ারনিজের ভাত নাই পরের ধনে পোদ্দারীআমি দৌড় দিলাম খুব জোড়ে দোকানী  মেয়েটি তাকিয়ে রইলোআমার অবাক করা কান্ড দেখে
দুমিনিটের মধ্যেই আবার ঠিক মেয়েটির সামনে এসে 

দাড়িয়ে হাত বাড়িয়ে সদ্য কেনা পকেট টিস্যুর প্যাকেটটি এগিয়ে দিলামতাকিয়ে আছে মেয়েটি আমার দিকেআর হয়ত আমার জায়গায় তার মানুষটি থাকলে সে আরো কতনা কমফ্রোর্ট ফিল করতো।আবার আমিও ভাবছি বয়ফ্রেন্ড থাকলে কি সে বেশী 

ঝাল খেতোখেতনাএটা আমার উপরি পাওনাঝালের ঝড় থেমে গেছে মেয়েটিও শান্ত এখনমেয়েটিকে একটু অপ্রস্তুত মনে হচ্ছেতাই নিজেই বলে ফেললামএখন কি অবস্থা আপনারঝাল কি কমেছেআরও পানি লাগবেনরম করেই উত্তর এলো আপনাকে অনেক ধন্যবাদএর ফাঁকে কয়েকজন চটপটি ফুচকা খেয়ে 

চলে গেছেযেন আমরাই ফুলটাইম কাস্টমারমেয়েটি দাড়িয়ে গেলো অতপঃর আমার পাশের 

চেয়ারে এসে বসলোএতক্ষন চটপটির গন্ধ নাকে লেগে ছিলো বলে মিষ্ট সুরভীত গন্ধটা পাইনিআর বুঝলাম পারফিউমটা মেয়েটির নিজের পছন্দেএবং নিজের টাকায় কেনা
আচ্ছা দেখুননা আমার জন্য আপনার খাওয়াই হলোনাও কিছুনা ঠিক আছেমেয়েটির জড়তা মনে হয় কেটে গেছেদোকানিকে ডেকে বললো দুই প্লেট চটপটি দিনআমি কিছুই বললামনাহয়ত চটপটির নেশায় হয়তবা পারফিউমের জন্য 

অথবা এই সময় কিছু বলা ঠিকনাদোকানি একটু হাসি মুখেই বললো আপু ঝাল কেমন দিমুকথা শুনেই আমি এবং মেয়েটি উচ্চ হাসিতে 

হাসতে লাগলামহাসতে হাসতেই মেয়েটি বললো কম আমি ঝাল খাইনাআমি বললাম এটা আমি জানতামমেয়েটি কি করে জানলেনআপনাকে দেখেই মনে হলো তাই বুজিহুমতো আরকি মনে হলোআর মনে হলো আপনি কারো অপেক্ষায় ছিলেন 

এবং তার উপর রাগ করেই ঝাল বেশী খেলেনমেয়েটিঅবাক হয়ে তাকিয়ে থাকলো আমার দিকে কিছুই বললোনাতার মায়াবী চাহনির দিকে তাকিয়ে 

হারিয়ে যাচ্ছিলামএকবার ভাবছি চোখ ফিরিয়ে নেই পরক্ষনে পারছিনাকেনো এত ভালোলাগা আসে কোথ্কে আসে 

বুঝিনাতোবুঝতেও চাইলামনা শুধু চেয়ে রইলামএত কাছে এতসুন্দর হাসি দেখতে পাওয়া কি 

কম ভাগ্যের
দোকানি দুইহাতে দুই প্লেট নিয়ে সামনে এসে মামা 

থেকে এখন ভাইয়া বলে ডাকলো  সব দৃশ্যপট কেমন জানি পাল্টে যাচ্ছেখেতে আরম্ভ করলামস্বাদ পাচ্ছিনা


মেয়েটি খেতে খেতে জিগ্সাসা করলো আপনার নামটা বলবেন কিকি করেন কোথায় থাকেনইম্তু আমার ডাকনামমোঃপুরে থাকিপড়াশুনা শেষ করে একটা জব করছিআমি জানতে চাইনি তবু নিজ থেকেই বললোইম্মি আমার ডাকনামধানমন্ডি পনেরতে থাকিবিবিএ পড়ছি দুই ভাই একবোন আমি বড়
খাওয়া শেষ করে প্লেটটা দিতে গিয়ে প্লেটের নিচে থাকা কাগজটা ভিজে হাতেই আটকে আছেফেলার সময় চোখ পরলো বনলতাসেন কবিতার পাতা এটাআনমনে আবৃততি করলাম দুইলাইন ''চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা''বাহ্ ধারুনতো আবৃত্তি করেন আপনিএইযে দেখুননা কবিতা লেখকদের অবস্থাযারা মনের খোরাক প্রাণের খোরাকের জন্য লিখে

তাদের জায়গা কোথায়হুম এটা ভালই বলেছেনতবে মনে হচ্ছে আপনিওলিখালিখি করেনতাইনাবলতে পারেন একপ্রকার মনের আনন্দের  জন্যই মাঝে মধ্যে লিখি


তৃতীয় খন্ড আসছে.......