কাব্যময় .......
প্রথম খন্ডদীর্ঘদিবসে ক্লান্ত কতনা ক্ষন কেটেছে তব উন্মেষ উমন্ত উদাসী অনুরাগের বাতায়ন খোলা দূর পথপানে নিরবেচেয়ে চেয়ে।দক্ষিনা হাওয়া ভেসে আসা চেনা কোন উর্বশ্রী মন্মাতালগন্ধের ব্যাপক আকুতিময়
সুমন্ত নাসিকা কুন্তলে হানা
দিয়েছে,বেড়েছে তব দীর্ঘ উপোশ ছটপট।
মহূয়া কুঞ্জে বইছে তখন জোনাকির আলোরন।তব চিত্ত খুজিঁছে কারে নয়নের কিনার ঘেষাঁ থৈথৈ জলস্রোতের ভেজা আবীর মেখে।
কেনো বলনা চিৎকার করে আকাশ বাতাস চিড় করে, চাঁদ পাহাড় জমিন কাপঁন
তুলে তুমি আমাকেই খুজঁছো।কেন এত ভয় এত বাধাঁ তোমার মনের গভীর অনুভবেলুকানো।কেন বুঝনা ভালোবাসা শ্বাশত চিরন্তন তাকে ধামাচাপাঁ দিয়ে রাখা যায়না।
ভোরের শিশির কনা গায়ে নিয়ে যেমন ফুলের শিশু আলোর কিরণ ছুয়েঁ হয়ে যায় কামনার সুরভীমাখা ফুল।
তেমন করে দিন থেকে দিন তোমার মনেও ফুটেঁছে আমার নামের প্রেমফুল।সেইতো চিরবাস্তব চিরপ্রেম।কেন জমাটবাধাঁ বরফখন্ড তুমি।চুপিসারে ক্রন্দন সুর তুলো।কেন সংশয় দ্বিধা ভূলে সত্যময় প্রেমের বাহমঞ্চে আমাকে আলিঙ্গন করছোনা।
কেন>কেন>কেন ?
➡➡ চলবে <><><><>!!!!
keyword :
bangla poem,bangla kobita, poem, bengali poems,kobita,bangla premer kobita ,bangla love poem ,kobita bangla ,bengali love poems,valobasar kobita,