Pages - Menu

Saturday, March 19, 2016

হাত রাখ বুকে শুনবি শূন্যতা !

কাব্যময়…………

তোর জন্য শান্ত চোখের পাতা

হারায় চঞ্চলতা

কি ব্যাথা

তুই দিস কাপেঁ বুকটা

মন হয়ে উন্মাদ করে বন্যতা

আয়না দিবি পূর্ণতা

একলা পথ যায়না হাটাঁ

রাখনারে এটুকুন কথা

 

কাদুঁক আজ আকাশটা

খুলে দে তোর চুল ফিতা

হাত রাখ বুকে শুনবি শূন্যতা

আয়না দিয়ে ছুট রাখছি হাত পাতা

 

যাবিনা বল দুরের পথটা

আমি কি নই বল কিছু একটা

তোর কপলের তিলটা

দেখতে চাই দে সময় কিছুটা