Pages - Menu

Saturday, March 19, 2016

এমনও রাত এত সুখ নিখাদ !


………কাব্যময়…...


ঐ দুরে জ্বলে তারার দল
মায়াবী এ রাতে,
জোছনার ঝড়ে বাদল
তুমি আমি চেয়ে দেখি মুগ্ধতাতে।

যেনো ওগো পাইনি আগে
এমনও রাত এত সুখ নিখাদ,
তুমি আমি কাছাকাছি
চাইছিনা আর আসুক প্রভাত।

চঞ্চলা জল সুরে সুরে তুলছে ঢেউ
তোমার চুলে খেলছে আহামরি,
আমার বুকে রাখো হাত
ওগো প্রাণের আদুরিঁ।