Pages - Menu

Monday, March 21, 2016

পুড়িয়ে দাও ঐ নয়নের কাজল !

কাব্যময়.......

পুড়িয়ে দাও ঐ নয়নের কাজল আর ঐ ঠোঁটের সাম্রাজ্য
কপলের টিপ টাকে ভাসিয়ে দাও জলে,
পড়ে থাকুক আচঁল পুড়া ছাই আর ধূলোর বালিশ
আমায় তুলে নাও বুকের নিশফিশ বাহুতলে।


 

জমাট পাথড় ভেংঙ্গে দিব গড়ে নিব সুমন্ত পথ
জিদটাকে করে দিব  হাওয়াই মিঠাই-আর
উষ্ণতায় ভিজাবো ঘুমন্ত আঙ্গিনা
নিজেকে বন্দি করবো সন্তাপে তোমার।


পাহাড় চূঁড়ায় ঠাঁই গাংচিল আমি তৃষ্ণার মলাটে বাধাঁ
উড়ন্ত বাতাসের শরীরে শরীর মেখে ভাসি হৈমন্ত পল্লবে,
কাশঁফুলের আসক্তি শিরায় শিরায়
কে আছো এমন দরধি যে এক জিবনের তৃষ্ণা মিটাবে।