Friday, June 24, 2016

....কাব্যময়

বদলে যাও তুমি
আকাশ যেমন,
চলে যাও তুমি
সময় যেমন

ইচ্ছে তোমার
মনও তেমন,
উড়ছো তুমি
ঘুড়ির মতন

বনোমল্লিকা তুমি কিংবা লাঙুলীলতা

কেউ নেই
বাঁধবে তোমায়,
জানিনা কোন ফুল
তোমার খোঁপায় মানায়

বনোমল্লিকা তুমি
কিংবা লাঙুলীলতা,
দুপুরচন্ডী কখনো
আবার কখনো স্বর্পগন্ধা

বনোমল্লিকা তুমি কিংবা লাঙুলীলতা

তুমি কখনো তুই আমার
হারিয়ে আমায় হোস সবার
বিজলী হয়ে বর্জ্রপাত দেখি
আপন হয়েও দুঃখই মাখি

বনোমল্লিকা তুমি কিংবা লাঙুলীলতা

তোকে চাইনা
বারবার তোরেই পুষি,
জানিনা কে শিখালো

কানুরে ভালোবাসাবাসি।

আমার ফেসবুক পেইজ :: ক্লিক মি

Popular Posts