....কাব্যময়
বদলে যাও তুমি
আকাশ যেমন,
চলে যাও তুমি
সময় যেমন।
ইচ্ছে তোমার
মনও তেমন,
উড়ছো তুমি
ঘুড়ির মতন।
বনোমল্লিকা তুমি কিংবা লাঙুলীলতা |
কেউ নেই
বাঁধবে তোমায়,
জানিনা কোন ফুল
তোমার খোঁপায় মানায়।
বনোমল্লিকা তুমি
কিংবা লাঙুলীলতা,
দুপুরচন্ডী কখনো
আবার কখনো স্বর্পগন্ধা।
বনোমল্লিকা তুমি কিংবা লাঙুলীলতা |
তুমি কখনো তুই আমার
হারিয়ে আমায় হোস সবার।
বিজলী হয়ে বর্জ্রপাত দেখি
আপন হয়েও দুঃখই মাখি।
বনোমল্লিকা তুমি কিংবা লাঙুলীলতা |
তোকে চাইনা
বারবার তোরেই পুষি,
জানিনা কে শিখালো
কানুরে এ ভালোবাসাবাসি।
আমার ফেসবুক পেইজ :: ক্লিক মি