Wednesday, April 13, 2016

কাব্যময়.....

আহা রোদ বয়ে যায় 

মঙ্গলে বসন্ত বা'য়,

প্রাণের মুকুল ঢেউ খেলে যায়

সব প্রাণেরই হৃদ বাগিচায়।

হিয়া দোলে ওরে আমার

হিয়া দোলে,

জোনাক রাতে ঘুম বিলাসে

জোৎস্না রূপের দুয়ার খোলে।

বোশেখ এলো লাল রঙিলায়

সব সকলের দোর আঙ্গিনায়,

ওগো মনের ভিতর রব উঠে যায়

কৃষ্ণচূড়ার লাল লতিকায়।

বোশেখ এলো বার্তা লয়ে

সকল গ্লানি দাও মুছে দাও,

বোশেখ এলো স্বপ্ন বয়ে

আলোর পথে দু'হাত বাড়াও।

বোশেখ এলো পথ পেরিয়ে

রংঙের কাজল দাও ছড়িয়ে,

পুরানোকে বদলে দিতে

সকল হাতে হাত মিলিয়ে ।

বোশেখ এলো নারীর খোপাঁয়

লাল পাড়ের ঐ দোলায় দোলায়,

বক সাদা ঐ মেঘের দলে

রংধনু ঐ রংয়ের মেলায়।

বোশেখ এলো কচি পাতায়

মৌ কিশলয় সন্ধ্যা তারায়,

নরম রোদের খাপ খুলেছে

  মন মানুষের দিল দরিয়ায়।

নতুন দিনের নতুন মুখে

বোশেখ দিলো হাতছানি,

কচি পাতায় সরজ ফুলে

দাও ছড়িয়ে দাও এখনি।

মিলুক সবাই প্রাণে প্রাণে

বোশেখীর এ নবীন গানে,

হাতে হাতে রং মেখে দাও

নতুন সূর্য আসুক  সবার দিনে।



Popular Posts