Wednesday, August 18, 2021

ছুঁয়েছি তবু ধরি নাই

হাওয়াও হয় চলাচল,

মেনেছি স্বর্বস্ব তাকে
চিন্তা
 খুবই সরল






রিজিক হইয়া আসে
খালি
 পেটে কথা কয়,
অভিমান করেনা সে
অসীম
 দয়াময়


তাহার মত মায়াময়
আর নেই কেহ,
সমগ্রের মালিক তিনি
নাহি
 সন্দেহ


খুঁজিতে যাইয়া তারে
কত
 পাতা ঝড়ে যায়,
অবুঝ হইয়া 'জন
বি
-পথে হারায়


কলবে মালিকে
আহা
 কি অন্তরঙ্গ,
ভুলিয়া তারে কভু
নিওনা
 ইবলিসের সঙ্গ


ধৈর্যের মাঝে তিনি
নেয়
 অজানা পরীক্ষা,
বে-পথে না গিয়াই শুধু
পাবে
 প্রাণে রক্ষা


কত শত দল আজি
দুনিয়ার
 পথ পানে,
সবাই যে নিজেরে
সবচেয়ে
 সেরা মানে


এই ভূলে কেটে যায়
পেচাঁলী
 জীবন,
নিজেই পারেনা কইতে
কি
 করিছে শিক্ষন


শিক্ষনভক্ষন
ডাল
 চাল আহরণ,
এই সেই করিয়াই
শেষ
 বেলার আয়োজন


খাচাঁর ভিতর হাওয়ার বাড়ি
খায়
 না কিছু,ছোঁয় না কিছু,
একবার উড়ে গেলেই বুঝা যায়
খাচাঁয়
 আর নাই কিছু

Tags: #মন #কবিতা #কামরুলহাসান #কাব্যময় #বাংলাকবিতা #জিবনেরকথা

#poem #banglakobita #kabbomoy #kabbokobita #lifepoem #mind

 

 

0 comments:

Post a Comment

Popular Posts