Saturday, August 19, 2017


আমি হারিয়ে যেতে চাই
ঐ দূর সীমানায়
যেথায় রোদ করে খেলা,

আমি ঘুমিয়ে যেতে চাই
আধাঁরের গালিচায়
যেখানে স্বপ্নের বসে মেলা।


আমি ভালোবাসা ছুঁতে চাই
জীবনের জন্য
যেথায় সুখের তৃষ্ণা বাড়ে,
আমি হৃদয় বিলাতে চাই
আবেগের উন্মাদনায়

যাহাতে প্রাণ ভরে।

0 comments:

Post a Comment

Popular Posts