Tuesday, January 10, 2017


সেজেছি বাহার
ওগো মনোহার,
কেনো যে দুরে..আজো
রয়েছো আমার



সন্ধ্যা প্রদীপ জ্বেলে
নয়নের লোনা কোলে
চেয়ে আছি পথো তোমার
ঝিরিঝিরি বায়ু বয়
আনমনে মনে হয়
আজো কি একাকী
কাটিবে রাত্রি আমার

বেকুল হিয়া কাদেঁ
জোছনার এই রাতে
হয়নি দেখা..বলো...
তোমার আমার.


সেজেছি বাহার
ওগো মনোহার,
কেনো যে দুরে..আজো
রয়েছো আমার

❤❤❤❤❤❤

Popular Posts