Monday, May 30, 2016

.....কাব্যময় 


আগের কথাগুলো থাক না হয় পরে
আজকাল বর্ষার দিন বৃষ্টি বাদল ঝড়ে
অনেক কথাই ছিলো গ্যাপ পেলেই মনে পরে
চিকন কঞ্চি বর সয়না কাপেঁ থড়ে থড়ে


উদাম গাড়ি নসিমন ঠ্যাঁকর ঠ্যাঁকর চলে
একদিন সব্বাই বুঝবে নতুন সময় এলে
হৃদয়তো পোড়েনা পোড়ে শুষ্ক কাঠফালি
ছাইগুলি তো উড়েনা উড়ে ফাঁপা স্বপ্নগুলি



Popular Posts