..........কাব্যময়
তোমায় ঘিরে স্বপ্ন খোরাক,
বাইছে মন জিবন বোরাক।
রাতের পালে দূলছে হাওয়া,
জোৎস্না জলে চোখের নাওয়া।
তোমার পানে যাচ্ছি উড়ে,
ঘুমের দেশে স্বপ্ন ঘোড়ে।
নাদান আমি তোমার জন্য,
তুমি আমি নইতো ভিন্ন।
পাহাড় চূড়ায় ফুলের দোলা,
তোমার তরে হৃদয় খোলা।
প্রাণের ভিতর উষ্ণ ছোয়াঁ
ইচ্ছে ভিষন তোমায় পাওয়া।