Saturday, August 19, 2017

তুমি সুন্দর তাই 

ফিরানো যায়না মোর আখিঁ ,

চেয়ে চেয়ে তাই অগোচরে

মনকে করি সুখি।


kabbomoy.blogspot.com

ভোরের আলোয়

পাখির ডাকাডাকি

তবু যেন দেয়না প্রাণে মোর

এতটুকুন সুখ উকিঁ,

তুমি সুন্দর তাই 

ফিরানো যায়না মোর আখিঁ।



আমি হারিয়ে যেতে চাই
ঐ দূর সীমানায়
যেথায় রোদ করে খেলা,

আমি ঘুমিয়ে যেতে চাই
আধাঁরের গালিচায়
যেখানে স্বপ্নের বসে মেলা।

Friday, August 18, 2017

ভাবছি ছন্নছাড়া হবো।নিজের ভাবদেশটাকে পোষ্টমর্টেম করবো নিজের মত।রিপোর্টটা নিজের বুক দেয়ালে সেঁটে আয়নায় দেখবো নিজেকে এবং রিপোর্টা।


জানলা খোলা ঐ আলো রশ্মিটাকে ঘর বন্ধি করবোনা আর।নিজেই আলোর উৎপত্তিস্থল খুজঁতে বের হব আমি ঘরকুনো ব্যাঙ।


ভোর বেলার বকুল তলায় বকুলফুল কুড়িঁয়ে প্যান্টের রুমালে লুকিয়ে নিয়ে করবো দিনের শুরু।তারপর অচেনা টি স্টলে সকাল নাস্তা সারবো।


না ফোনটা বাসায় রেখে এসেছি।তোমার ফোন আজ চাইনা।আজ শুধু তুমি বাংলালিংক অফিসের ঐ মেয়েটার রেকর্ডকরা কথা গুলোই শুন।কয়েকবার শুনে আমার বোকামীর কথা ভেবে বিরক্তি নিয়া নরম বালিশে ছুড়েঁ ফেলো দামী ফোনটাকে।এতে আমার কিচছু করার নেই।আজ আমি মুক্ত।


আজ আমি মুক্ত তোমার প্রেমের সহজাত ঢংমাখা কথা ও বৈরিতা হতে।হুটহাট করে ফোন আর মেসেজের বাধ্যবাধকতা থেকে।


রাস্তাগুলো আজ ফাকাঁ।আমি একা।না আমিতো একা নই প্যান্টের পকেটে বকুলফুলের গন্ধটাও তো আমার সাথে আছে।সেন্টারফ্রুট টা আগের মতন স্বাদ নেই যতটা স্বাদ মনে হয় মুস্তাফিজের এড দেখে।যাক জাবর কেটে কেটে হাটছিঁ।


বাসে না ট্রেনে কোনটায় চড়ব।দশবারো ভাবতে ভাবতে ট্রেনেই চড়বো।আচ্ছা কোথায় যাব?কমলাপুর না এয়ারপোর্ট।কমলাপুরেই যাই।লোকে লোকারণ্য আসছে যাচ্ছে ।টিকেট কাটবো তবে কোথায় যাব এই ভেবেই কাউন্টারের দিকে যাচ্ছি।কে জানতো এমন হবে ভাবনার আকাশে।চলবে.......


Tuesday, January 10, 2017


সেজেছি বাহার
ওগো মনোহার,
কেনো যে দুরে..আজো
রয়েছো আমার



সন্ধ্যা প্রদীপ জ্বেলে
নয়নের লোনা কোলে
চেয়ে আছি পথো তোমার
ঝিরিঝিরি বায়ু বয়
আনমনে মনে হয়
আজো কি একাকী
কাটিবে রাত্রি আমার

বেকুল হিয়া কাদেঁ
জোছনার এই রাতে
হয়নি দেখা..বলো...
তোমার আমার.


সেজেছি বাহার
ওগো মনোহার,
কেনো যে দুরে..আজো
রয়েছো আমার

❤❤❤❤❤❤

Friday, January 6, 2017


ওগো তোমার চোখের জানালায় 


Wednesday, December 14, 2016

....কাব্যময়

বুঝবি
যখন
পাবিনা তখন
সময়,
হারায়ে ধন
করবি আফসোস
নিশ্চয়

ডাকছি এখন
কাছে
আয়,
ভূল বুঝিসনা
ভালোবাসি খুব হৃদয় বলে
যায়

ইশারায় কতবার বলেছি
শুনিয়া,বুঝিয়া করেছিস
অবহেলা,
দিন যায় দিন ফিরে আসে
থেমে যায় একদিন জিবনের যত
খেলা

এক আর দুই
দুই একে চার-বলেছি
কতবার,
কতজন চায় তোকে
কত জনই চাইবে- নিয়া করিসনারে
অহংকার

হারালে দিন,সময়,প্রিয় মানুষ
বুঝেও তখন পাবিনারে
সমাধান,
ভালোবাসি বলেই-বলি কতকথা
করি হাতজোড়-করি হৃদয়ে
আহবান

আয় তবে সব যত ভূলে
দিনগুলি আমাদের সাজাই
রঙ্গিন,
ফুরায়ে ব্যাথা সব
সুখের হউক কলোরব-আনব রে
সুদিন



....কাব্যময়

তুমি আকাশের বুকে
জলমলে শত তারা,
তোমারে হেরিয়া
চমকিয়া উঠে প্রাণোহরা।

সেজেছো মায়াময় মধুমল্লিকা !

Saturday, September 10, 2016


….কাব্যময়….
সুরেলা রোদেলা জোছনা ফুটঁলো
চাঁদ তুমি বড়ো ভালো,
হীম হীম সুখ গুলো
আধাঁর পেরিয়ে ছুয়েঁছে আলো

 চাঁদ তুমি বড়ো ভালো

মন মাতাল মহূয়া ফুল ছুঁয়ে
যাও এসে আমায় নিয়ে,
দুলে দুলে যায় নদীর জল বয়ে
তুমি এসে দাও প্রিয় হাত বাড়িয়ে

হাতে কিযে যাদু
মিঠালী মায়ামী মধু,
না এলে আজ ওগো যাদু
নয়ন হবে কাদুকাদু

কাদাঁবেনা জানি আমায়
শুধু তোমার অপেক্ষায়,
মিটবে দুরত্ব এক লহমায়
জানি ছুটে আসবে মনটায়

10/09/16


Wednesday, August 31, 2016

....কাব্যময়....
পরেছে ডাক,
শুনি বৃষ্টির কলোরব,
ঝুমঝুম কলোরবে
ভিজে যায় সব

Friday, July 15, 2016

....কাব্যময়

আমার হৃদয়ের জল প্রপাত হতে
নিস্বড়িত আবেগের ধারাগুলো
দিন হতে রাত তোমায় ভিজাতে চায়,
শুকনো পাতার উপর এক ছোপ দাগ

আমি চাপড়ে মরি মাটির দেহ

পাতার আওয়াজ কি যেন য়ে যায়।।




Tuesday, July 12, 2016


....কাব্যময়

মিষ্টি গান তুমি হৃদয়ের ছন্দকথায়,
শিউলি বকুল তুমি মনের বাগিচায়
রাঙা আকাশ তুমি জিবন ঠিকানায়,
মন ময়ূঁরী তুমি আমার আঙ্গিনায়



কান্নার পর সুখ পঞ্চম তুমি,
দিন শেষে তুমি গোলাবী মৌমি

তুমি বুনো জোছনার আবিরে ঢাকা চন্দ্রমল্লিকা,
তুমি ভালোলাগার মুক্ত বলাকা

দেখি কাশঁফুলের কোমলতায় তোমার চঞ্চলতা
আকিঁ মরম কালিতে কাপাঁ ব্যাকুলতা

তুমি যানজট থমকে থাকা নিঃশ্বাসে
স্বপ্নমিছিল তুমি বুকের রাজপথে,
প্রথম শেষ স্লোগান তুমি
আমার ভালোবাসা ভরা বিশ্বাসে


Popular Posts