Showing posts with label ছোট গল্প সমূহ. Show all posts
Showing posts with label ছোট গল্প সমূহ. Show all posts

Monday, March 21, 2016

কাব্যময় .......

😝

প্রথম খন্ড💟💟💟💟💟দীর্ঘদিবসে ক্লান্ত কতনা ক্ষন কেটেছে তব উন্মেষ উমন্ত উদাসী অনুরাগের বাতায়ন খোলা দূর পথপানে নিরবেচেয়ে চেয়ে।দক্ষিনা হাওয়া ভেসে আসা চেনা কোন উর্বশ্রী মন্মাতালগন্ধের ব্যাপক আকুতিময়

সুমন্ত নাসিকা কুন্তলে হানা 

দিয়েছে,বেড়েছে তব দীর্ঘ উপোশ ছটপট।


💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟মহূয়া কুঞ্জে বইছে তখন জোনাকির আলোরন।তব চিত্ত খুজিঁছে কারে নয়নের কিনার ঘেষাঁ থৈথৈ জলস্রোতের ভেজা আবীর মেখে।
কেনো বলনা চিৎকার করে আকাশ বাতাস চিড় করে, চাঁদ পাহাড় জমিন কাপঁন

তুলে তুমি আমাকেই খুজঁছো।কেন এত ভয় এত বাধাঁ তোমার মনের গভীর অনুভবেলুকানো।কেন বুঝনা ভালোবাসা শ্বাশত চিরন্তন তাকে ধামাচাপাঁ দিয়ে রাখা যায়না।
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
ভোরের শিশির কনা গায়ে নিয়ে যেমন ফুলের শিশু আলোর কিরণ ছুয়েঁ হয়ে যায় কামনার সুরভীমাখা ফুল।

তেমন করে দিন থেকে দিন তোমার মনেও ফুটেঁছে আমার নামের প্রেমফুল।সেইতো চিরবাস্তব চিরপ্রেম।কেন জমাটবাধাঁ বরফখন্ড তুমি।চুপিসারে ক্রন্দন সুর তুলো।কেন সংশয় দ্বিধা ভূলে সত্যময় প্রেমের বাহমঞ্চে আমাকে আলিঙ্গন করছোনা।


কেন>কেন>কেন ?
➡➡  চলবে <><><><>!!!!

 


Saturday, July 4, 2015


প্রথম খন্ড:     
     
গুগল ম্যাপ (-অবাধ্য মনের সাথে যুদ্ধ)..................কাব্যময়

আমাদের ইটকাঠের শহুরে যান্ত্রিক জীবনে আজ ভালোবাসাও দিন দিন মরীচিকা হয়ে যাচ্ছে। প্রেম থেকে আলাদা হয়ে যাচ্ছে সততা।অচেনা মোহের কাছে নিত্যদিন নিজেকে বিলিয়ে একটা শূণ্যতার খোলা খাঁ খাঁ করা বিরান মাঠ হয়ে যাচ্ছে প্রতিটি মন প্রাণ।

কালের কৌটোর মধ্যে লুকোনো জাপসা রংঙে রাঙা চিরকালের শাশ্বত ভালোবাসার একটি পিদিম আজো যেন কারো আশায় জ্বলছে।কার আশায়?কার মনে জ্বলছে?

ঝিরঝির হাওয়ায় দুলুনি খাচ্ছে মহুয়া গাছের পাতা।দুপুরের চিকঁচিঁক রৌদ্রের তাপ কমে গেছে শ্রাবণ মেঘের শাসনে।প্রকৃতি এখন শান্ত সুবোধ শিশুর মতন চুপটি মেরে আছে।
ছাতাটা আলগোছে হাত থেকে রেখে নিরব পদচলায় এগিয়ে যায় ইম্তু।মনে আজ যেন বৈশাখী ঝড় বইছে।অবাধ্য মনের সাথে যুদ্ধ তার জিবন ভর।কখনো পেরে উঠেছে।

কখনো না পারার দিনে আজকের মতন এলোমেলো হয়েছে।কি হয়েছে তার।ছোট্র সংসার কবিতার মতন বউ তুলতুলে ছটফটে দুই বৎসরের কণ্যা সন্তান মিহি।তবে কোথায় অশান্তি?কেন নিরব অন্তরদহন।পনেরদিন হলো বউ সন্তানের দেখা নেই।বউ বাপের বাড়ি।এমন হয়নি কখনো চার বছরের সংসার জিবনে তার।         
             

'''চলবে'''.....
 

Welcome

ভালোবাসা শ্বাশত,যাহা চিরদিন স্বর্গ হতে আগত।
ভালোবাসুন জীবনকে,মানুষকে,প্রকৃতিকে,সৃষ্টির মহাত্ম্যকে।
.....................কাব্যময়।
Kabbomoy. Powered by Blogger.

Popular Posts