Showing posts with label প্রেমময় গল্প. Show all posts
Showing posts with label প্রেমময় গল্প. Show all posts

Friday, August 18, 2017

ভাবছি ছন্নছাড়া হবো।নিজের ভাবদেশটাকে পোষ্টমর্টেম করবো নিজের মত।রিপোর্টটা নিজের বুক দেয়ালে সেঁটে আয়নায় দেখবো নিজেকে এবং রিপোর্টা।


জানলা খোলা ঐ আলো রশ্মিটাকে ঘর বন্ধি করবোনা আর।নিজেই আলোর উৎপত্তিস্থল খুজঁতে বের হব আমি ঘরকুনো ব্যাঙ।


ভোর বেলার বকুল তলায় বকুলফুল কুড়িঁয়ে প্যান্টের রুমালে লুকিয়ে নিয়ে করবো দিনের শুরু।তারপর অচেনা টি স্টলে সকাল নাস্তা সারবো।


না ফোনটা বাসায় রেখে এসেছি।তোমার ফোন আজ চাইনা।আজ শুধু তুমি বাংলালিংক অফিসের ঐ মেয়েটার রেকর্ডকরা কথা গুলোই শুন।কয়েকবার শুনে আমার বোকামীর কথা ভেবে বিরক্তি নিয়া নরম বালিশে ছুড়েঁ ফেলো দামী ফোনটাকে।এতে আমার কিচছু করার নেই।আজ আমি মুক্ত।


আজ আমি মুক্ত তোমার প্রেমের সহজাত ঢংমাখা কথা ও বৈরিতা হতে।হুটহাট করে ফোন আর মেসেজের বাধ্যবাধকতা থেকে।


রাস্তাগুলো আজ ফাকাঁ।আমি একা।না আমিতো একা নই প্যান্টের পকেটে বকুলফুলের গন্ধটাও তো আমার সাথে আছে।সেন্টারফ্রুট টা আগের মতন স্বাদ নেই যতটা স্বাদ মনে হয় মুস্তাফিজের এড দেখে।যাক জাবর কেটে কেটে হাটছিঁ।


বাসে না ট্রেনে কোনটায় চড়ব।দশবারো ভাবতে ভাবতে ট্রেনেই চড়বো।আচ্ছা কোথায় যাব?কমলাপুর না এয়ারপোর্ট।কমলাপুরেই যাই।লোকে লোকারণ্য আসছে যাচ্ছে ।টিকেট কাটবো তবে কোথায় যাব এই ভেবেই কাউন্টারের দিকে যাচ্ছি।কে জানতো এমন হবে ভাবনার আকাশে।চলবে.......


Thursday, April 21, 2016



....কাব্যময়

দান দিয়ে চাইনিতো, প্রানের মূল্যে দাও
এবং তোমাকে দাও,
শপদের কষ্টি পাথড় ভেঙ্গে চূড়ে
বালুর চড়ে বইছে বাতাস
নাও তুলে একটি কনা তার

Sunday, April 3, 2016

 কাব্যময়.......

-আচ্ছা তুমি কই থাকো কইবা আমারে

-কেনো তুমি বুঝি জানোনা

-না জানিনা তো

-মানে কী,আসলেই তুমি জানোনা

-না জানিনা

- বলবো ! কই থাকো

-হুম বলো

Monday, March 21, 2016

কাব্যময়......💟💟

দ্বিতীয় খন্ড:😝
মেয়েটি এতক্ষনে চটপটির অর্ডার করেছে দোকানী মেয়েটির দিকে তাকিয়ে বললো আপু 

ঝাল দিমু

  

Welcome

ভালোবাসা শ্বাশত,যাহা চিরদিন স্বর্গ হতে আগত।
ভালোবাসুন জীবনকে,মানুষকে,প্রকৃতিকে,সৃষ্টির মহাত্ম্যকে।
.....................কাব্যময়।
Kabbomoy. Powered by Blogger.

Popular Posts