Showing posts with label কবিতাগুল্ম. Show all posts
Showing posts with label কবিতাগুল্ম. Show all posts

Saturday, August 19, 2017

তুমি সুন্দর তাই 

ফিরানো যায়না মোর আখিঁ ,

চেয়ে চেয়ে তাই অগোচরে

মনকে করি সুখি।


kabbomoy.blogspot.com

ভোরের আলোয়

পাখির ডাকাডাকি

তবু যেন দেয়না প্রাণে মোর

এতটুকুন সুখ উকিঁ,

তুমি সুন্দর তাই 

ফিরানো যায়না মোর আখিঁ।


Wednesday, December 14, 2016

....কাব্যময়

বুঝবি
যখন
পাবিনা তখন
সময়,
হারায়ে ধন
করবি আফসোস
নিশ্চয়

ডাকছি এখন
কাছে
আয়,
ভূল বুঝিসনা
ভালোবাসি খুব হৃদয় বলে
যায়

ইশারায় কতবার বলেছি
শুনিয়া,বুঝিয়া করেছিস
অবহেলা,
দিন যায় দিন ফিরে আসে
থেমে যায় একদিন জিবনের যত
খেলা

এক আর দুই
দুই একে চার-বলেছি
কতবার,
কতজন চায় তোকে
কত জনই চাইবে- নিয়া করিসনারে
অহংকার

হারালে দিন,সময়,প্রিয় মানুষ
বুঝেও তখন পাবিনারে
সমাধান,
ভালোবাসি বলেই-বলি কতকথা
করি হাতজোড়-করি হৃদয়ে
আহবান

আয় তবে সব যত ভূলে
দিনগুলি আমাদের সাজাই
রঙ্গিন,
ফুরায়ে ব্যাথা সব
সুখের হউক কলোরব-আনব রে
সুদিন



....কাব্যময়

তুমি আকাশের বুকে
জলমলে শত তারা,
তোমারে হেরিয়া
চমকিয়া উঠে প্রাণোহরা।

সেজেছো মায়াময় মধুমল্লিকা !

Wednesday, August 31, 2016

....কাব্যময়....
পরেছে ডাক,
শুনি বৃষ্টির কলোরব,
ঝুমঝুম কলোরবে
ভিজে যায় সব

Friday, July 15, 2016

....কাব্যময়

আমার হৃদয়ের জল প্রপাত হতে
নিস্বড়িত আবেগের ধারাগুলো
দিন হতে রাত তোমায় ভিজাতে চায়,
শুকনো পাতার উপর এক ছোপ দাগ

আমি চাপড়ে মরি মাটির দেহ

পাতার আওয়াজ কি যেন য়ে যায়।।




Friday, June 24, 2016

....কাব্যময়

বদলে যাও তুমি
আকাশ যেমন,
চলে যাও তুমি
সময় যেমন

ইচ্ছে তোমার
মনও তেমন,
উড়ছো তুমি
ঘুড়ির মতন

বনোমল্লিকা তুমি কিংবা লাঙুলীলতা

কেউ নেই
বাঁধবে তোমায়,
জানিনা কোন ফুল
তোমার খোঁপায় মানায়

বনোমল্লিকা তুমি
কিংবা লাঙুলীলতা,
দুপুরচন্ডী কখনো
আবার কখনো স্বর্পগন্ধা

বনোমল্লিকা তুমি কিংবা লাঙুলীলতা

তুমি কখনো তুই আমার
হারিয়ে আমায় হোস সবার
বিজলী হয়ে বর্জ্রপাত দেখি
আপন হয়েও দুঃখই মাখি

বনোমল্লিকা তুমি কিংবা লাঙুলীলতা

তোকে চাইনা
বারবার তোরেই পুষি,
জানিনা কে শিখালো

কানুরে ভালোবাসাবাসি।

আমার ফেসবুক পেইজ :: ক্লিক মি

Monday, June 20, 2016

....কাব্যময়

আমি দেখলাম চেয়ে দেখলাম
ওগো তোমার ভাবনা শহর,
আমি বুঝলাম ঘুড়ি উড়ালাম
আকাশ চন্দ্রে বিভোর

Tuesday, June 14, 2016

....কাব্যময়....

পরে থাক কথা
শিশির ভেজা হয়ে,
আমার বিমূর্ত ব্যাথা
আমার থাক রয়ে।

ময়ূর সুন্দর পালকেই

জল যাও ভেসে যাও
ঠিকানা খুজেঁ নিয়ে,
আমার নয়নে কি পাও
আমার শুধুই বুক ছুঁয়ে।

হাসিটুকু মেখে দিও
একা বিকেল বাতাসে,
রেশটুকু রেখে যেও
একা থাকা উদাসে।

ঋনী হয়ে গেলাম
খুচরো পটে সুখ নেই
ধনী হতে ছাই উড়ালাম
ময়ূর সুন্দর পালকেই।


Welcome

ভালোবাসা শ্বাশত,যাহা চিরদিন স্বর্গ হতে আগত।
ভালোবাসুন জীবনকে,মানুষকে,প্রকৃতিকে,সৃষ্টির মহাত্ম্যকে।
.....................কাব্যময়।
Kabbomoy. Powered by Blogger.

Popular Posts