Showing posts with label রঙ্গময়. Show all posts
Showing posts with label রঙ্গময়. Show all posts

Monday, March 21, 2016


 কাব্যময়.......


!!!!অতঃপর  বৈশাখ!!!!

....................................

১ম:হায় আল্লাহ্ একি হইলো গো(বুক=চাপঁরাতে চাপঁরাতে )মরার চোর একি ক্ষতিটাইনা করলো

২য়:আরে কি হইছে বলবেন তো(প্রতিবেশী)

১ম:নিতি নিতি আমার কানের দূলজোড়া নিতি,তবু ওই গুলা নিলি ক্যান

২য়:আরে আপা কান্না থামিয়ে বলবেনতো ঘটনাটা কি?

১ম:কি আর কমু -বুঝলেন সবি ভাগ্য নাইলে আমার সঙ্গেই 
 কেনো এমন হইতে যাবে

Saturday, March 19, 2016

..........কাব্যময়...........

রঙ্গ ভরা তামশা তোমার অঙ্গ ভরা ঢং,
আকাঁবাকাঁ মনটা তোমার সাজে নানান সং।
কাঠপুঁতুলি মায়ার আদুলিঁ নূপুর ছাড়া পা,
আমার না'য়ের বা জানোনা আর কি করবা।


ইমটুকুঁটুস বিলাত ভাব-ঢাকঢোল দেখায় সাব
গভীর পচন মন ছাউনী মেকআপে হয়না লাভ।
চলছো ঠিকি নিজ জানোনা ভন্ডামী যেন পুষে,
আমার ছায়ার দুরে রহো বিষ তব নিঃশ্বাঁসে।

কি যে ভাব লওনা তুমি পুরাই হাহাহা চমৎকার,
জাননা রুপ খুজেঁনা,মন খুজেঁ এ দুনিয়ার সংসার।
এই দিনটা যাচ্ছে তোমার মোহ মায়া ছলে,
অন্যকাউকে দুষ দিওনা কালকে ব্যাথা পেলে।


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


পাপ্য তোমার যাহা পাইবে তুমি তাহা,
কাউকে দিয়া কষ্ট কভু কইরোনা বাহা বাহা।
অবহেলা কইরোনা  কারো আবেগী ইচ্ছাটারে
না পারলে বুঝিয়ে দিও মিঠা যতন করে।


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এই ভাব -ভাব নয় আরও ভাব আছে
এই ভাবেই বুইজা যাইয়ো ভাব হবে মিছে।

Welcome

ভালোবাসা শ্বাশত,যাহা চিরদিন স্বর্গ হতে আগত।
ভালোবাসুন জীবনকে,মানুষকে,প্রকৃতিকে,সৃষ্টির মহাত্ম্যকে।
.....................কাব্যময়।
Kabbomoy. Powered by Blogger.

Popular Posts