Wednesday, August 31, 2016
Friday, July 15, 2016
Tuesday, July 12, 2016
....কাব্যময়
মিষ্টি গান তুমি হৃদয়ের ছন্দকথায়,
শিউলি বকুল তুমি মনের বাগিচায়।
রাঙা আকাশ তুমি জিবন ঠিকানায়,
মন ময়ূঁরী তুমি আমার আঙ্গিনায়।
কান্নার পর সুখ পঞ্চম তুমি,
দিন শেষে তুমি গোলাবী মৌমি।
তুমি বুনো জোছনার আবিরে ঢাকা চন্দ্রমল্লিকা,
তুমি ভালোলাগার মুক্ত বলাকা।
দেখি কাশঁফুলের কোমলতায় তোমার চঞ্চলতা
আকিঁ মরম কালিতে কাপাঁ ব্যাকুলতা।
তুমি যানজট থমকে থাকা নিঃশ্বাসে
স্বপ্নমিছিল তুমি বুকের রাজপথে,
প্রথম ও শেষ স্লোগান তুমি
আমার ভালোবাসা ভরা বিশ্বাসে।
Friday, June 24, 2016
10:12:00 AM
Kabbomoy
কবিতা, কবিতাগুল্ম
....কাব্যময়
বদলে যাও তুমি
আকাশ যেমন,
চলে যাও তুমি
সময় যেমন।
ইচ্ছে তোমার
মনও তেমন,
উড়ছো তুমি
ঘুড়ির মতন।
![]() |
বনোমল্লিকা তুমি কিংবা লাঙুলীলতা |
কেউ নেই
বাঁধবে তোমায়,
জানিনা কোন ফুল
তোমার খোঁপায় মানায়।
বনোমল্লিকা তুমি
কিংবা লাঙুলীলতা,
দুপুরচন্ডী কখনো
আবার কখনো স্বর্পগন্ধা।
বনোমল্লিকা তুমি কিংবা লাঙুলীলতা |
তুমি কখনো তুই আমার
হারিয়ে আমায় হোস সবার।
বিজলী হয়ে বর্জ্রপাত দেখি
আপন হয়েও দুঃখই মাখি।
বনোমল্লিকা তুমি কিংবা লাঙুলীলতা |
তোকে চাইনা
বারবার তোরেই পুষি,
জানিনা কে শিখালো
কানুরে এ ভালোবাসাবাসি।
আমার ফেসবুক পেইজ :: ক্লিক মি
Monday, June 20, 2016
Tuesday, June 14, 2016
11:23:00 AM
Kabbomoy
কবিতা, কবিতাগুল্ম
....কাব্যময়....
পরে থাক কথা
শিশির ভেজা হয়ে,
আমার বিমূর্ত ব্যাথা
আমার থাক রয়ে।
![]() |
ময়ূর সুন্দর পালকেই |
জল যাও ভেসে যাও
ঠিকানা খুজেঁ নিয়ে,
আমার নয়নে কি পাও
আমার শুধুই বুক ছুঁয়ে।
হাসিটুকু মেখে দিও
একা বিকেল বাতাসে,
রেশটুকু রেখে যেও
একা থাকা উদাসে।
ঋনী হয়ে গেলাম
খুচরো পটে সুখ নেই
ধনী হতে ছাই উড়ালাম
ময়ূর সুন্দর পালকেই।
.....কাব্যময়
বলতে যদি ভালোবাসো আমায়
চাইতাম না কিচ্ছুটি আর,
হাতদু’খান ধরে ছুটতাম দূর্বাঘাসে
লজ্জায় রাংগতো বদন তোমার।
![]() |
বলতে যদি ভালোবাসো |
লাজুক তোমার লালচে ঠোঁটে
লিখতাম শত কবিতা,
অনেক দুরে হেটে যেতাম
ছড়িয়ে প্রেম প্রবিত্রতা।
ওগো লক্ষি আমার সোনা আমার
ওগো পরান পাখি,
উরে এসো ভালোবেসে
যতদূর হতেই ডাকি।
![]() |
বলতে যদি ভালোবাসো |
দাও কথা বিশ্বাস নিয়ে
অন্তরো মাঝে দিও ঠাইঁ,
জানোনা গো তুমি প্রিয়
তুমিহীনা মোর কেহ নাই।
দাম দিয়ে চাইনা তোমায়
মনের দামে চাই,
থাকব ভালো রাখবো ভালো
যদি তোমায় পাই।
আমাদের পেইজ : ফেসবুক
Subscribe to:
Posts (Atom)