Tuesday, June 14, 2016

....কাব্যময়....

পরে থাক কথা
শিশির ভেজা হয়ে,
আমার বিমূর্ত ব্যাথা
আমার থাক রয়ে।

ময়ূর সুন্দর পালকেই

জল যাও ভেসে যাও
ঠিকানা খুজেঁ নিয়ে,
আমার নয়নে কি পাও
আমার শুধুই বুক ছুঁয়ে।

হাসিটুকু মেখে দিও
একা বিকেল বাতাসে,
রেশটুকু রেখে যেও
একা থাকা উদাসে।

ঋনী হয়ে গেলাম
খুচরো পটে সুখ নেই
ধনী হতে ছাই উড়ালাম
ময়ূর সুন্দর পালকেই।


Popular Posts