Saturday, July 4, 2015


প্রথম খন্ড:     
     
গুগল ম্যাপ (-অবাধ্য মনের সাথে যুদ্ধ)..................কাব্যময়

আমাদের ইটকাঠের শহুরে যান্ত্রিক জীবনে আজ ভালোবাসাও দিন দিন মরীচিকা হয়ে যাচ্ছে। প্রেম থেকে আলাদা হয়ে যাচ্ছে সততা।অচেনা মোহের কাছে নিত্যদিন নিজেকে বিলিয়ে একটা শূণ্যতার খোলা খাঁ খাঁ করা বিরান মাঠ হয়ে যাচ্ছে প্রতিটি মন প্রাণ।

কালের কৌটোর মধ্যে লুকোনো জাপসা রংঙে রাঙা চিরকালের শাশ্বত ভালোবাসার একটি পিদিম আজো যেন কারো আশায় জ্বলছে।কার আশায়?কার মনে জ্বলছে?

ঝিরঝির হাওয়ায় দুলুনি খাচ্ছে মহুয়া গাছের পাতা।দুপুরের চিকঁচিঁক রৌদ্রের তাপ কমে গেছে শ্রাবণ মেঘের শাসনে।প্রকৃতি এখন শান্ত সুবোধ শিশুর মতন চুপটি মেরে আছে।
ছাতাটা আলগোছে হাত থেকে রেখে নিরব পদচলায় এগিয়ে যায় ইম্তু।মনে আজ যেন বৈশাখী ঝড় বইছে।অবাধ্য মনের সাথে যুদ্ধ তার জিবন ভর।কখনো পেরে উঠেছে।

কখনো না পারার দিনে আজকের মতন এলোমেলো হয়েছে।কি হয়েছে তার।ছোট্র সংসার কবিতার মতন বউ তুলতুলে ছটফটে দুই বৎসরের কণ্যা সন্তান মিহি।তবে কোথায় অশান্তি?কেন নিরব অন্তরদহন।পনেরদিন হলো বউ সন্তানের দেখা নেই।বউ বাপের বাড়ি।এমন হয়নি কখনো চার বছরের সংসার জিবনে তার।         
             

'''চলবে'''.....
 

Popular Posts