....কাব্যময়
আমি দেখলাম চেয়ে দেখলাম
ওগো তোমার ভাবনা শহর,
আমি বুঝলাম ঘুড়ি উড়ালাম
ঐ আকাশ চন্দ্রে বিভোর।
তুমি চাও বা না চাও বলবো আমি
তুমিই শুধু আমার,
তোমার কথায় নড়বেনাতো
আস্ত কোন পাহাড়।
চাইলেও তুমি আমার
না চাইলেও তুমি আমার,
মনের দামে মন চেয়েছি
করতে আসিনি কারবার।
হঠাৎ করে হয়না এমন
দিন ছয়তো লাগে,
কেমন করে বুঝবে তুমি
রাত কতজন জাগে।
হয়ত তুমি আদুরে
ঘুমাও জোছনা মাদুরে,
আমার নেইতো আকাশ জোছনা বিলাস
ঘুম কারে বাদুরে।
চাও তুমি কি বলো ঐ তারার আকাশ
নাকি ঐ পাহাড় চূড়ার ফুল,
ভাবছি বসে তাই এখন
তোমায় ঘিড়ে ভাবনারা কি সব ভূল।
তবে হোক তাই বিশ্বাসে দেখি স্বপ্ন ,
আমার কি যদি হয় তা বিবর্ণ।
আমি একই পথে হাটব
আমি একি তোমায় খুঁজব,
তোমার মধ্যে থেকেই আমি
তোমায় চুরি করবো।
6/20/16