Monday, June 20, 2016

....কাব্যময়

তুমি আমার নিরব দুপুর
একলা জাগা রাত,
তুমি আমার কষ্ট দীর্ঘ
সুখের অজুহাত।


তুমি একটা বকুল ফুল
সুগন্ধ বারোমাস,
তুমি পুরাই জাক্কাস কণ্যা
কদম বেলী পলাশ।

তুমি হলে পুরোনো মলাটে
গুনে খাওয়া প্রথম চিঠি,
তুমি ছিলে সকাল সন্ধ্যায়

ভালোলাগার না বলা কথাটি।

Popular Posts