Pages - Menu

Wednesday, December 14, 2016

সেজেছো মায়াময় মধুমল্লিকা !কাব্যময় ।বাংলা কবিতা

....কাব্যময়

তুমি আকাশের বুকে
জলমলে শত তারা,
তোমারে হেরিয়া
চমকিয়া উঠে প্রাণোহরা।

সেজেছো মায়াময় মধুমল্লিকা !

সোহাগে যতনে সুভাসিত
ফুলেরও গন্ধ মেখে,
সেজেছো মায়াময় মধুমল্লিকা
দেখিনু নয়নে চেখে।
দ্বার খুলিয়াছি মন বাধিঁয়াছি দুহাত বাড়ায়েছি তব পানে,
এসোগো আজিকে শতটান ছেড়ে
অবুঝিয়া এ হিদয়ও খানে।
আমারো আমিরে তোমারো তুমিরে
আজ করে দাও একাকার,
পাথরও কাটিয়া বানাবো ফুল
ছড়াব সুগন্ধ চারিপার।
চুপ চুপ চুপটি করিয়া নিরবও
গভীরও বন উঠেগো মাতিয়া
সেথা চারুলতা পলাশের মাঝে
ঠাইঁ খুঁজে ফিরে মহুয়া।
আমিতো তেমনি দিনোকাল
করি পার তোমারে সাধনায়,
নিছক নয়তো প্রেম আবেগী যাতনা
তবু প্রেম সুখ বিলায়।