Pages - Menu

Wednesday, December 14, 2016

ভালোবাসি বলেই-বলি কতকথা !

....কাব্যময়

বুঝবি
যখন
পাবিনা তখন
সময়,
হারায়ে ধন
করবি আফসোস
নিশ্চয়

ডাকছি এখন
কাছে
আয়,
ভূল বুঝিসনা
ভালোবাসি খুব হৃদয় বলে
যায়

ইশারায় কতবার বলেছি
শুনিয়া,বুঝিয়া করেছিস
অবহেলা,
দিন যায় দিন ফিরে আসে
থেমে যায় একদিন জিবনের যত
খেলা

এক আর দুই
দুই একে চার-বলেছি
কতবার,
কতজন চায় তোকে
কত জনই চাইবে- নিয়া করিসনারে
অহংকার

হারালে দিন,সময়,প্রিয় মানুষ
বুঝেও তখন পাবিনারে
সমাধান,
ভালোবাসি বলেই-বলি কতকথা
করি হাতজোড়-করি হৃদয়ে
আহবান

আয় তবে সব যত ভূলে
দিনগুলি আমাদের সাজাই
রঙ্গিন,
ফুরায়ে ব্যাথা সব
সুখের হউক কলোরব-আনব রে
সুদিন