….কাব্যময়….
সুরেলা রোদেলা জোছনা ফুটঁলো
ও চাঁদ তুমি বড়ো ভালো,
হীম হীম সুখ গুলো
আধাঁর পেরিয়ে ছুয়েঁছে আলো।
ও চাঁদ তুমি বড়ো ভালো |
মন মাতাল মহূয়া ফুল ছুঁয়ে
যাও এসে আমায় নিয়ে,
দুলে দুলে যায় নদীর জল বয়ে
তুমি এসে দাও প্রিয় হাত বাড়িয়ে।
ঐ হাতে কিযে যাদু
মিঠালী মায়ামী মধু,
না এলে আজ ওগো যাদু
নয়ন হবে কাদুকাদু।
কাদাঁবেনা জানি আমায়
শুধু তোমার অপেক্ষায়,
মিটবে দুরত্ব এক লহমায়
জানি ছুটে আসবে এ মনটায়।
10/09/16