....কাব্যময়....
ঐ পরেছে ডাক,
শুনি বৃষ্টির কলোরব,
ঝুমঝুম কলোরবে
ভিজে যায় সব।
এলোমেলো ঝড়াপাতা
ভিছানো দূর্বাঘাস,
সবাই ধুয়েঁ নেয়
জমানো অভিলাষ।
পথ জূড়ে ভেসে যায়
জলের মিছিল,
কাদাঁয় মাখামাখি
সন্তাপের শঙ্খচিল।
লম্বা ডানা জোড়া
উড়ে যায় শূণ্যে,
চায় তবু পারেনা
কথা রয় গোপনে।
আকাশটা খোলা ছিলো
স্বপ্নটা মহাকাশ,
আমি তার কেউ ছিলাম
আজ শুধুই দূর্বাঘাস।
পাশছুয়াঁ সেই হাত
আজো দেখি ঐ দূর,
মনমাখা প্রেম গুলো
বাজাঁয় সপ্তসুর।
সুরেলা রাগের অভিমানি আবেগ
মন করে চূড়ঁ,
বিভূঁই বাউলা চোখের এক কোণে
ঝড়ে জলতূর।
আহারে অনুতাপ মনটারে ছুয়েঁ যায়
তবু বুঝেনা,
একরাশ এলোমেঘ বরজায়
কেনজানি ঝরেনা।
পরে থাকে কাঠফুল সুরভি হারায়ে
মন কারেনা,
ধুকঁধুক বুক তার করে যায় সাহস
যেন আসেনা।
একা তার রাতগুলো
ভাবনার নকশীঁকাথা,
আমি তার বুক জুড়ে
ছড়াইছি চুপকথা।
চুপিসার সে কখন
উড়ে আসে না বলা,
আমি তার সবখানে
মিশে রই নির্মলা।