Pages - Menu

Saturday, March 19, 2016

তোমায় ছুলেঁ রান্তাকূলে

..........কাব্যময়.........

ওগো আলো একটুস এসো
আমার আধাঁর ঘরে,
তোমার রূপের জোছনা ঢালো
আমার উঠোন জুড়ে।


খুজিঁ তোমায় হাতের কাছে
ছুইঁলে উধাও পাইনা মিছে।
কইগো লুকাও মিঠা হাসি
রিনিঝিনি সুরের বাশিঁ।


ভালোবাসি চোখ গো তোমার
হাতের নরম ছোয়াঁ,
ভালোবাসি ঠোঁটের মিষ্টি
অঙ্গ গোলাব ধোয়াঁ।


আপন তুমি বড়ই আমার
পুরাই বুকের শ্বাস,
তোমায় ছুলেঁ রান্তাকূলে
বাচেঁ গো নিশ্বাস।