Pages - Menu

Saturday, March 19, 2016

বন্ধু মানে বল !!

.........কাব্যময়.........

বন্ধু মানে খোলা আকাশ
বন্ধু মানে জল,
বন্ধু মানে সুরের বাতাস
বন্ধু মানে বল।


বন্ধু মানে সত্য কথা
বন্ধু মানে মিষ্টি রাগ,
বন্ধু মানে দুষ্টু ব্যাথা
বন্ধু মানে অনুরাগ।


বন্ধু মানে উড়াউড়ি
বন্ধু মানে দুরন্ত,
বন্ধু মানে হুড়োহুড়ি
বন্ধু মানে দুখ বিলুপ্ত।


বন্ধু মানে চা সিগারেট
বন্ধু মানে আড্ডাবাজি
বন্ধু মানে টপসিক্রেট
বন্ধু মানে সবকিছুতে  রাজি।


বন্ধু মানে রাত বারোটা
বন্ধু মানে দলছুট,
বন্ধু মানে ভাজি পরোটা
বন্ধু মানে বদমাশ লিলিপুট।


বন্ধু মানে অনলাইন ফেসবুক
বন্ধু মানে জাক্কাস,
বন্ধু মানে হুদাই সুখ
বন্ধু মানে আবুল তমাল আক্কাস।


বন্ধু মানে আলগা প্যারা
বন্ধু মানে পকেট শেয়ার,
বন্ধু মানে পারিনা তোরে ছাড়া
বন্ধু মানে হঠাৎ ব্র্যান্ডি বিয়ার।


বন্ধু মানে কিপটা
বন্ধু মানে পাগলা
বন্ধু মানে ঝড় ঝাপটা
বন্ধু মানে দুরশালা।
বন্ধু মানে তুই তুকারি
বন্ধু মানে বান্দরামি
বন্ধু মানে খুব দরকারি
বন্ধু মানে তুই সে আমি।