Pages - Menu
▼
রাখবো তোমার চিন্হটুকু !
.......কাব্যময়.......
স্বপ্ন
ছোয়াঁ আকাশ তুমি
মাটি ছোয়াঁ জল,
আমার গভীর অনুভবে
তুমি চির চঞ্চল।
রাখবো
তোমার চিন্হটুকু
বুকের
মধ্যে আগলে,
এসো প্রিয়ো ভালোবেসে
এই আমিটি ডাকলে।
জোছনা
ধোঁয়া ফুলগো তুমি
আদর মাখা মন,
ভালোবাসার
ছাউনী দিয়া
আগলে রেখো সারাটি জীবন।