Pages - Menu
▼
এই প্রথম তুই এলি..!
.............কাব্যময়.......
এই প্রথম তুই এলি..!
হীরা পান্না তুলি
দেখিলাম যখন নয়ন মেলি
মন করিলো আকুঁলিবিকুঁলি।
রূপতো নয়রে এযেন কাচাঁসোনা
বিধাতার স্বয়ং হাতে থরেথরে বোনা।
কইছিলাগো তুমি এত্দিন
মনমহালী রাঙা রঙ্গীন।
স্বপ্ন মাখা ময়ূরপঙ্কী
ভাবছি তোমায় কই রাখি।
কই রাখি ভাবছি তোমায়
বেকুল আমার হৃদয় খাচাঁয়
তুমি খুব যে দামী একজন
নেইতো কেউ তোমার তুলনায়।
পরাণ জুড়ে থেকো শুধু
চাওয়ার বেশী নেইতো আর
ভালোবাসা বাচিঁয়ে রাখতে
জীবনে খুব তোমায় দরকার।