Pages - Menu

Friday, June 3, 2016

থাকবে দুঃখ থাকবে ব্যাথা এটাইতো জিবন !

....কাব্যময়
থাকবে দুঃখ থাকবে ব্যাথা এটাইতো জিবন
তুমি দুনিয়ার সেরা দুঃখি ভেবনা অকারন
মানুষ মাত্রই ভূল মানুষ মাত্রই হাসি সুখ বেদনা
একটার পর একটা আসবে এটাইতো সান্তনা

 
যা গিয়াছে মেনে নাও সামনে জিবন পা বাড়াও
সামনে সুযোগ হাতছানি দেয় কেন মিছে ছটফটাও
কেদেঁ কয় মন তোমার আমার কেউ নেই তুমি বড় একা
আবেগের হুজুগে আছো তুমি সাজছো বড় ন্যাঁকা

তোমায় কেহ বুঝেনা তুমি সবার হইছো পর
নিজের উপর বিশ্বাস রাখো কিসের এত ডর
তোমার ব্যাথার খুব কষ্ট এমন ব্যাথা কেউ পায়নি
বোকার দলে বাস করছো তুমিতো দুনিয়াটা দেখনি

তোমার বেলায় কেন এমন হয় শুধু আর কারোতো হয়না
কজন মানুষ চিনো তুমি যারা দুঃখ ব্যাথা পায়না
শুনো বলি তোমায়,
ওসব ভাবনা ছাড়ো বাচঁতে হলে দুনিয়াতে
মানুষের সাথে চলতে হবে মিশতে হবে
হাসি সুখের পাশাপাশি দুঃখ ব্যাথাও পাইতে হবে

এরই নাম জিবন,
যেখানে সুখের সাথে
দুঃখেরও খুব প্রয়োজন