....কাব্যময়
হোকনা আবার শুরু
কেউ চ্যালা কেউ গুরু,
পাতার বাশিঁ বাজাঁয়
কদম তলে নুরু।
পাগলা হাওয়ার উদাম তোড়ে
হউক না আবার গা ভাসা,
পরে থাক খুচরো খামে
প্যাচাঁলিয়া ভালোবাসা।
দুত্তুরি ছাই পান্তা ভাতে ইলিশ,
বৈশাখের মাতম ঝড়ে ভাগ্য সেলফিস।
পোড়া কপাল কার নারে ভাই,
গাটলে ফেসবুক অহরহর দেখতে পাই।
সবাই শালা ভাবে থাকে সবি চালাকি অভিনয়
চিরিং পটাৎ কিচ্ছা হুনায় করছে যেনো বিশ্বজয়।
আরে থাক তুই দেখছি ওমন কত
পারলে হইয়া দেখা একবার আমার মত।
আরে হালায় বুঝলিনা কেউ নয়রে কারো সমান
নিজের মধ্যে নিজের চুরি বাজারে গেলো সন্মান।
চ্যালার ভরে গুরু লুটায়
গুরুকে ডাকে বারংবার,
বাচাঁয় কেরে তুই শালারে
খুজেঁ দেখ বিশ্বসংসার।
রুপোর চালায় সোনার বাড়ি
সোনামুখি সুঁই,
আমি তোমার নইতো কেউ
তুমি আমার চড়ুঁই।
আহা মরি মরি
পাতলা ফুলের ঢেউ,
যোবেন যায়রে যায়
ব্যাথায় ছোয়ঁনা কেউ।
নুরু কররে এইবার শুরু
দেয় গালি শুনিসনা,
ভালোর মধ্যেই হয় ধুরুধুরু
লেগে থাক পরিসনা।