Tuesday, June 14, 2016

.....কাব্যময়
বলতে যদি ভালোবাসো আমায়
চাইতাম না কিচ্ছুটি আর,
হাতদুখান ধরে ছুটতাম দূর্বাঘাসে
লজ্জায় রাংগতো বদন তোমার।
বলতে যদি ভালোবাসো


লাজুক তোমার লালচে ঠোঁটে
লিখতাম শত কবিতা,
অনেক দুরে হেটে যেতাম
ছড়িয়ে প্রেম প্রবিত্রতা।
ওগো লক্ষি আমার সোনা আমার
ওগো পরান পাখি,
উরে এসো ভালোবেসে
যতদূর হতেই ডাকি।
বলতে যদি ভালোবাসো

দাও কথা বিশ্বাস নিয়ে
অন্তরো মাঝে দিও ঠাইঁ,
জানোনা গো তুমি প্রিয়
তুমিহীনা মোর কেহ নাই।
দাম দিয়ে চাইনা তোমায়
মনের দামে চাই,
থাকব ভালো রাখবো ভালো

যদি তোমায় পাই।
আমাদের পেইজ : ফেসবুক

Popular Posts