Pages - Menu

Thursday, April 21, 2016

ছলচাতুরির খামের ভিতর !

..কাব্যময়
তুমি থাকো তোমার ভিতর
ছলচাতুরির খামের ভিতর,
কালকেউটের খোলশ পরে
আমার অবুঝ মনের ভিতর


জমানার চোখেধুলো দিয়ে
স্বার্থে চলো পাশ কাটিয়ে,
তোমার মধ্যে হারাও তুমি
অন্য কারো দরজা দিয়ে

নদীর পানি ঘোলা করে
চোখের বালি,
স্নান করিতে লাগে ভালো
জলে ভাসে কুসুম কলি

তোমার মধ্যে তোমার খেলা
হারলেনা জিতলে খবর রাখলেনা,
ভয় পাও প্রতিপক্ষ ভাবতে আমায়
সত্য প্রেমে জয় লাগেনা

দিব্য তোমার অহংকার
ছড়াও ছিটাও সাড়া সংসার,
ছিটে ফোঁটাও মানতে চাওনা
আসছে সময় দুঃখ ছোবার

সাঁপিনী তুমি বিঁষ ছড়ায়
গর্তে লুকাও-খোলশ পাল্টাও,
বিষ ছড়িয়ে ক্ষত করে
আলগোছে পালিয়ে যাও

আমি থাকি কার ভিতর !

.....কাব্যময়

জলের ভিতর জলের খেলা হয় যেমন

নিশুতি রাত আশায় মত্ত চাঁদের বুড়ির

নয়ন জোড়া জলে ভাসে,নদীর মত

পাজড় চৌচির জল পিপাসায় তেমন।

 

আকাশ জুড়ে মেঘের হলি

ঘাসের বুকে রং মাখায়,

কুসুম পাতায় পোকার দল

নিঃস্ব করে লুটায় তারে ধুলায়।

 

বাতাস তোমার চুলের গা

সুরের মত ছুঁয়ে যায়,

পাহাড় বেয়ে পথ চূড়ায় উঠে, আবার

নামে নীচে,চিরকাল স্থীর থাকে পথিকের আশায়।

 

লাস্যময়ী তোমার আচঁল উড়ছে দেখ

কাম নয়নের পাখা মেলে,যুদ্ধ শেষে

পড়াভূত সৈনিক আমি ,

সোনার ফসল

ফলেনা আর –চাষাবাদহীন বিরান ভূমি।

 

রক্ত মেখে গাড়ীর চাকা,

শহরের পথ পেরিয়ে অজানাতে খুঁজতে গিয়ে

পড়লে ধরা শিশুর হাতে,কী প্রশ্ন তাহার চোখে

ছুড়তে চায় চালকেরে,কী করে লাল রংটা

গাড়ীর চাকায়।

 

আমার চোখে মলম মেখে মলম পার্টি

নিয়ে গেল পাজড় লুটে সুন্দরী পরিপাটি,

আচড় দিয়ে রেখে গেল মনের মাঝে

একটা কিছু আবল তাবল স্মৃতির ছবি

জাপসা চোখে,হাতড়ে বেড়াই পথের গা

পথ যে আমার ,আমার মধ্যে

লুকিয়ে থাকে দেয়না ধরা।

 

দিব্য আমি বেঁচে থাকি আয়ু চুষে

ভরসা পুষে,বিড়াল ছানা দুধ খেয়ে যায়

আমার জন্য মাচার উপর গত রাতে রাখা ছিলো ।

 

ফুরিয়ে আসে আলোক ধারা হাহাকারে

বেলা ফুরায় ধানের শীঁষে,নদীর জলে জলকেলী

খেলতে খেলতে,টুকরো আলোর খেয়াঘাটে জোনাকিরা

হাট বসায় পুকুর ঘাট নীরব থাকে।

 

কান্নার ভিতর জল খুঁজি বুকের ভিতর কিছু

মৃদু বাতাস দোল দিয়ে যায় পাতা ঝড়ে কিছু।

ধূলোর দলে আন্দোলন ঘেঁষাঘেষি রেষারেষি

মিলনের ডাক পেয়ে হয় মরুভূমি।

 

উত্তাল সাগরে নদীর জল মিশে নীল হয় প্রেমে

কামনার গর্জনে ফেনা ছড়ায় বালুতে আচড়ে পড়ে।

আমার আকাশ আমার আছে

আমার মত এক রকম,

সবার মাঝে সবাই থাকে

আমি থাকি কার ভিতর।।

১৯/১১/১১

 

এবং তোমাকে দাও !



....কাব্যময়

দান দিয়ে চাইনিতো, প্রানের মূল্যে দাও
এবং তোমাকে দাও,
শপদের কষ্টি পাথড় ভেঙ্গে চূড়ে
বালুর চড়ে বইছে বাতাস
নাও তুলে একটি কনা তার

Wednesday, April 13, 2016

বোশেখ এলো লাল রঙিলায় !

কাব্যময়.....

আহা রোদ বয়ে যায় 

মঙ্গলে বসন্ত বা'য়,

প্রাণের মুকুল ঢেউ খেলে যায়

সব প্রাণেরই হৃদ বাগিচায়।