Pages - Menu

Thursday, April 21, 2016

ছলচাতুরির খামের ভিতর !

..কাব্যময়
তুমি থাকো তোমার ভিতর
ছলচাতুরির খামের ভিতর,
কালকেউটের খোলশ পরে
আমার অবুঝ মনের ভিতর


জমানার চোখেধুলো দিয়ে
স্বার্থে চলো পাশ কাটিয়ে,
তোমার মধ্যে হারাও তুমি
অন্য কারো দরজা দিয়ে

নদীর পানি ঘোলা করে
চোখের বালি,
স্নান করিতে লাগে ভালো
জলে ভাসে কুসুম কলি

তোমার মধ্যে তোমার খেলা
হারলেনা জিতলে খবর রাখলেনা,
ভয় পাও প্রতিপক্ষ ভাবতে আমায়
সত্য প্রেমে জয় লাগেনা

দিব্য তোমার অহংকার
ছড়াও ছিটাও সাড়া সংসার,
ছিটে ফোঁটাও মানতে চাওনা
আসছে সময় দুঃখ ছোবার

সাঁপিনী তুমি বিঁষ ছড়ায়
গর্তে লুকাও-খোলশ পাল্টাও,
বিষ ছড়িয়ে ক্ষত করে
আলগোছে পালিয়ে যাও